দেশ বিভাগে ফিরে যান

শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করাতে অনলাইন প্রচারে কংগ্রেস

May 29, 2020 | < 1 min read

পরিযায়ী শ্রমিক ইস্যুতে যখন সুপ্রিম কোর্ট কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, ঠিক তখনই দেশজুড়ে মোদি সরকারকে কোণঠাসা করতে নামল কংগ্রেস। দিনভর অনলাইন প্রচার চালিয়ে সোনিয়া গান্ধী, রাহুল থেকে শুরু করে কমবেশি কংগ্রেসের সব এমপি, প্রদেশ নেতৃত্ব সরকারের সমালোচনার সুর চড়াল।

১০ জনপথ থেকে দফায় দফায় ভিডিও বার্তা জারি করে মোদি সরকারকে তোপ দাগলেন কংগ্রেস সুপ্রিমো। কংগ্রেস নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষকেও এই ইস্যুতে সরব হওয়ার আহ্বান জানান হল। ‘স্পিক আপ ইন্ডিয়া’ নামে ওই বিশেষ প্রচার অভিযানে লকডাউন পর্বে মোদি সরকারকে পরিকল্পনাহীন বলেই সোচ্চার হল কংগ্রেস।

আগামীদিনে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করে একইভাবে বৃহত্তর প্রচারে নামার পরিকল্পনাও চলছে বলে জানা গিয়েছে। করোনা মোকাবিলায় লকডাউন জরুরি ছিল। কিন্তু প্রস্তুতি না নিয়ে, মানুষকে তৈরি হওয়ার সময় না দিয়ে মোদির ঘোষণার কড়া সমালোচনা করলেন সোনিয়া গান্ধী।

তিনি বললেন, ঋণ নয়, গরিবদের আর্থিক সহায়তা প্রয়োজন। তাই সরকারের খাজানা খুলে আগামী ছ’মাসের জন্য গরিবদের প্রত্যেককে মাসে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হোক। শ্রমিকদের বিনা পয়সায় পৌঁছে দেওয়া হোক গন্তব্যে। লকডাউনের জেরে মার খাওয়া ক্ষুদ্র ব্যবসাকে দেওয়া হোক আর্থিক প্যাকেজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#migrant workers, #bjp, #sonia gandhi, #Indian National Congress, #Congress, #Migrant Labourers

আরো দেখুন