বাম দুর্গে তৃণমূলের প্রচারে এবার এগিয়ে এলেন পরমব্রত
পুরভোটে (Kolkata Municipal Election) তৃণমূলের হয়ে অনেক তারকাই প্রচার করেছেন। শেষবেলায় সেই তালিকায় যুক্ত হল পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) নাম। শুক্রবার নেতাজিনগরে ৯৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার করতে দেখা গেল তারকাকে। ঘাসফুল শিবিরের প্রচারে কেন গিয়েছিলেন, তা জানালেন অভিনেতা।
এমনিতে বামমনস্ক হিসেবেই পরিচিত পরমব্রত। তবে রাজনৈতিক দলের প্রচারে তাঁকে এর আগে সেভাবে দেখা যায়নি। শুক্রবার ৯৮ নম্বর ওয়ার্ডে অরূপ চক্রবর্তীর সমর্থনে মিছিলে অংশ নেন টলিউডের অভিনেতা-পরিচালক। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তারকা বিধায়ক রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী ও জুন মালিয়া। প্রচারের ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)।
আচমকা ঘাসফুল শিবিরের প্রচারে কেন? প্রশ্ন করা হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরমব্রত জানান, ব্যক্তিগত কারণেই অল্প সময়ের জন্য অরূপ চক্রবর্তীর প্রচারে তিনি গিয়েছিলেন। অভিনেতার কথায়, “ব্যক্তিগতভাবে একজনের প্রচারে গিয়েছিলাম। অল্প কিছু সময়ের জন্য। তাঁকে আমি একজন কৃতী, শিক্ষিত, বুদ্ধিমান, রুচিবান মানুষ হিসেবে চিনি তাই। কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, আলাদা করে নয়। এটাই একমাত্র।”
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট (Kolkata Civic Polls)। শুক্রবারই ছিল প্রচারের শেষ দিন। গত কয়েকদিনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন তৃণমূলের নেতা, কর্মী, প্রার্থীরা। চমক দেখাতে টেলি তারকাদের নিয়ে চলছে পাড়ায় পাড়ায় প্রচার। গোয়া থেকে ফিরে শেষবেলায় প্রচার সারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দক্ষিণ কলকাতায় মহামিছিল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে ভোটদানের আরজি জানান তিনি। অভিষেক বলেন, “১৯ ডিসেম্বর ভারতের কাছে কলকাতাকে সেরা প্রমাণ করার নির্বাচন। কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন।”