← রাজ্য বিভাগে ফিরে যান
১০ কোটি টিকাকরণের লক্ষ্য ছুঁল বাংলা
আজ ১০ কোটি কভিড টিকাকরণের লক্ষ্য ছুঁল পশ্চিমবঙ্গ। গতকাল অবধি মোট ৯,৯৩,৪২,৬৮৮ জন টিকা পেয়ে গেছিলেন। এর মধ্যে ৬,৪১,০০,০৯৮ জন পেয়েছিলেন ১ম ডোজ, এবং, ৩,৫২,৪২,৫৯০ পেয়েছিলেন ২টি ডোজই। আজ সরকারী হিসাবে সংখ্যা বেড়ে দাঁড়াল ১০,০২,৬৬, ৬০৭ এ।
সরকারি হিসেবে দেখাচ্ছে, এখন কভিড টিকাকরণে দেশের মধ্যে তৃতীয় স্থানে আছে বাংলা।
উল্লেখ করা যেতে পারে, অক্টোবরে যেদিন প্রথম দেশ হিসেবে ১০০ কোটি টিকাকরণের নজির গড়ে ভারত। সেদিনই রেকর্ড গড়ল বাংলাও। ১০০ কোটি টিকাকরণের তালিকায় প্রথম ১০ রাজ্যের মধ্যে তিন নম্বর স্থান পায় পশ্চিমবঙ্গ।
উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দিল্লিতে দরবার করে বাংলায় টিকা আনানোর ব্যবস্থা করেন, যাতে আরও বেশি মানুকেকে টিকা দেওয়া যায় , পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে অন্যতম রাজ্য যেখানে টিকা নষ্টের শতাংশ ঋণাত্মক ৭।