তৈরি হচ্ছে ইনফোসিসের ক্যাম্পাস, তথ্যপ্রযুক্তিতে বাংলায় আসছে নতুন কর্মসংস্থানের সুযোগ
রাজ্যের তথ্যপ্রযুক্তিকর্মীদের জন্য সুখবর। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে আসতে চলেছে কর্মসংস্থানের জোয়ার।
তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় প্রত্যাবর্তনের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছেন শিল্পায়নকে, বিনিয়োগ আনতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। উদ্দেশ্য একটাই কর্মসংস্থান। ইতিমধ্যেই শিল্প তালুকের জমিনীতির বিপুল সংস্কার করেছে রাজ্য সরকার। রাজ্যে হতে চলে বিশ্ববাংলা বাণিজ্য সম্মলেন, লক্ষ্য লগ্নি আনা। পশ্চিমবঙ্গ সরকারের কাজই জানান দিচ্ছে এবারের লক্ষ্য কর্মসংস্থান।
এবার রাজ্যের তথ্যপ্রযুক্তিক্ষেত্রে বিপুল পরিমানে কর্মসংস্থান হতে চলেছে। প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজাহাট নিউটাউন এলকায় তৈরি করেন সিলিকন ভ্যালি। মার্কিনমুলুকের অনুকরণে এখানে রাজ্যে তথ্যপ্রযুক্তি প্রাণকেন্দ্র গড়ে তোলার, মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে। ইনফোসিসের কলকাতা-রাজারহাট ক্যাম্পাস তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১০০ কোটি টাকা ব্যয়ে এই ক্যাম্পাসটি তৈরির কাজ পুরোদমে চলছে, মনে করা হচ্ছে নির্মাণকাজ শেষ হতে ২২ মাস সময় লাগবে। আশা করা যায় ২০২৩ সালের শুরুতেই কলকাতায় কাজ শুরু করবে ইনফোসিস। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই ইনফোসিস ভারতের নানান প্রান্ত থেকে কলকাতায় তাদের কর্মীদের বদলি করতে শুরু করে দিয়েছে। তাই অনুমান করা যায়, রাজ্যে ইনফোসিসের কাজ শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা মাত্র। রাজারহাট ক্যাম্পাসটি চালু হয়ে গেলে তা বিপুল সংখ্যাক কর্মসংস্থান যোগাবে। মনে করা হচ্ছে, এখানেই প্রায় ৪০০০ তথ্যপ্রযুক্তি কর্মী কাজের সুযোগ পাবেন।