উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ভয় দেখাতেই সপার নেতাদের বাড়ি আয়কর হানা? জল্পনা

সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, সমাজবাদী পার্টির নেতাদের উপর এই অভিযান হওয়ারই ছিল।

December 18, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এখন থেকেই যোগীরাজ্যে প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। দিনকয়েক আগেই কাশী করিডর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবারও উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মোদীর সফরের (IT Raids Uttarpradesh) ঠিক আগে রাজ্যের নানা প্রান্তে উত্তরপ্রদেশের অন্যতম বিরোধী দল সমাজবাদী পার্টির একাধিক নেতার বাড়িতে হানা দিল আয়কর দপ্তর (IT Raids Uttarpradesh)।

আয়কর দপ্তরের বেশ কয়েকটি দল শনিবার ভোরে লখনউ, মৈনপুরী, আগ্রায় একযোগে অভিযান চালায়। অখিলেশ যাদবের ব্যক্তিগত সহায়ক নীতু যাদব, ঘনিষ্ঠ সহযোগী মনোজ যাদব এবং জৈনেন্দ্র যাদব ছাড়াও দলের জাতীয় সাধারণ সম্পাদক ও মুখপাত্র রাজীব রাইয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়। মনোজ যাদবের আগ্রার বাড়ি এবং জৈনেন্দ্র যাদবের মৈনপুরী ও লখনউয়ের বাড়িতে সকাল ৭টা নাগাদ আচমকা আধিকারিকরা পৌঁছে যান।

সূত্রের খবর, এই তিনজন নির্বাচনের জন্য সমাজবাদী পার্টিকে টাকা দিচ্ছে। সেই সংক্রান্ত অভিযোগ এসে পৌঁছেছে আয়কর দপ্তরের কাছে। রাজীব রাই একটি সংস্থার সঙ্গে যুক্ত। কর্নাটকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান চালায় সেই সংস্থা। সাংবাদিকদের রাজীব জানান, তিনি কোনও ধরনের অপরাধের সঙ্গেই যুক্ত নন। কালো টাকাও রাখেন না। তাঁর দাবি, মানুষকে সাহায্য করার কারণেই কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে এজেন্সিকে দিয়ে হেনস্থা করছে।

আরসিএল গ্রুপের কর্ণধার মনোজ যাদবের লখনউয়ের বাড়িতে ১২টি গাড়ির কনভয় নিয়ে হানা দেয় আয়কর দপ্তরের বিশেষ দল। পুরো বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। মৈনপুরীতে জৈনেন্দ্র যাদবের বাড়িতেও একই কায়দায় হানা দেন আধিকারিকরা। বাড়ির বাইরে পুলিশ একটি অস্থায়ী ক্যাম্পও করে। ভোটের ঠিক আগেই এই ধরনের পদক্ষেপকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছে সমাজবাদী পার্টি। আয়কর দপ্তরের তরফে এখনও কিছু জানানো হয়নি।

সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, সমাজবাদী পার্টির নেতাদের উপর এই অভিযান হওয়ারই ছিল। আসন্ন পরাজয় আঁচ করেই বিজেপি এই ধরনের কাজ শুরু করেছে। কংগ্রেসের দেখানো পথেই চলছে বিজেপি। এই সরকারকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মানুষ। আয়কর দপ্তর এসেছে। শীঘ্রই ইডি, সিবিআই সহ অন্যান্য সংস্থা আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen