২০২১ এর মধ্যে সকলের প্রথম ডোজ! প্রতিশ্রুতি পালনে অসফল মোদী

সরকারি হিসেব বলছে, দেশের ৯৪ কোটি ৪৭ লক্ষ ৯ হাজার ৫৯৬ জন প্রাপ্তবয়স্ককে কোভিডের টিকা দেওয়া হবে বলে ঠিক করেছে কেন্দ্র। এর মধ্যে এখনও পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ৮২ কোটির কিছু বেশি নাগরিক। ডবল ডোজ মিলেছে ৫৪ কোটির কিছু বেশি ভারতীয়ের।

December 20, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের প্রতিশ্রুতি ছিল, চলতি বছরের মধ্যেই দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের প্রথম ডোজ সম্পূর্ণ হয়ে যাবে। সেই দায়িত্ব নেবে কেন্দ্র। বছর শেষের পথে। বাকি মাত্র ১২ দিন। আর কতজন নাগরিকের প্রথম ডোজ পাওয়া বাকি? সংখ্যাটা ১২ কোটি। এই ক’দিনে এমন পাহাড়প্রমাণ টার্গেটে পৌঁছনো কি আদৌ সম্ভব?

আপাতত খানিক নড়েচড়ে বসেছে সরকার। ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এ ব্যাপারে বাড়তি উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘যত দ্রুত সম্ভব অন্তত প্রথম ডোজের টিকাকরণ সম্পূর্ণ করুন। কেন্দ্রের স্টকে ভ্যাকসিনের অভাব নেই।’ এই কয়েক মাস আগে টিকাকরণ প্রক্রিয়া দ্রুত গতিতে ছুটলেও আচমকাই তা স্তিমিত। রাজ্যগুলির হাতে পড়ে রয়েছে ১৭ কোটি ৫৪ লক্ষ ডোজ। প্রথম ডোজ যেমন অনেকে নেননি, তেমনই সময় পেরিয়ে যাওয়ার পরও দ্বিতীয় ডোজ নিতে আসেননি প্রায় ১০ কোটি ভারতীয়। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, স্থানীয় প্রশাসনের কাছে বাকি থাকা এই ‘টিকাহীন নাগরিকদের’ খুঁজে বের করা। সরকারি হিসেব বলছে, দেশের ৯৪ কোটি ৪৭ লক্ষ ৯ হাজার ৫৯৬ জন প্রাপ্তবয়স্ককে কোভিডের টিকা দেওয়া হবে বলে ঠিক করেছে কেন্দ্র। এর মধ্যে এখনও পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ৮২ কোটির কিছু বেশি নাগরিক। ডবল ডোজ মিলেছে ৫৪ কোটির কিছু বেশি ভারতীয়ের।

স্বাস্থ্যমন্ত্রকের কাছে স্বস্তির বিষয় একটাই, ওমিক্রন ভ্যারিয়েন্টের হানা সত্ত্বেও দেশে সার্বিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। ভারতে এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৯১৩—গত ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন। ৩ কোটি ৪৭ লক্ষ ৪০ হাজার ২৭৫ জন কোভিড আক্রান্ত হলেও ৯৮.৩৮ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। দৈনিক পজিটিভিটির হারও টানা ৩৫ দিন ১ শতাংশের নীচে। তাও সতর্কতায় ঘাটতি রাখতে চাইছে না কেন্দ্র। কোভিড বিধি মেনে চলার জন্য রাজ্যগুলিকে বারবার জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। অতিরিক্ত সংযোজন অবশ্য টিকাকরণ ইস্যু। কারণ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করতে গেলে ১২ কোটিরও বেশি ১৮ ঊর্ধ্ব ব্যক্তিকে অন্তত প্রথম ডোজ দিতেই হবে। তাই স্বাস্থ্যমন্ত্রকের সামনে ক্যালেন্ডারের ৩১ তারিখ ছাড়া আর কিছু নেই। ওয়াকিবহাল মহল অবশ্য সাফ বলছে, মাত্র ১২ দিনে এত সংখ্যক মানুষের টিকাকরণ সম্ভব নয়। অর্থাৎ, এক্ষেত্রেও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করা হয়তো কেন্দ্রের পক্ষে সম্ভব হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen