পারদ পতন অব্যাহত, রাজ্যজুড়ে ঠাণ্ডায় কুপোকাত মানুষ
সোমবারই মরসুমের শীতলতম দিন দেখেছেন রাজ্যবাসী। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত। এ দিনও কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বড়দিনে কলকাতার তাপমাত্রা থাকতে পারে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ হতে পারে ২২.৪ ডিগ্রি। আর সর্বনিম্ন ১১.৬, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।
ঠান্ডার কামড় আরও বেশি জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। গত সপ্তাহেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল, শনিবার থেকেই নামতে শুরু করবে কলকাতার তাপমাত্রা। সেই মতোই পারদপতন অব্যাহত মহানগরী-সহ রাজ্যের অধিকাংশ জেলায়।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী তিন-চার দিন জাঁকিয়ে শীতই থাকবে রাজ্যে। তার পর ধীরে ধীরে উঠতে শুরু করবে পারদ। আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও।