এখনই শিশুদের জরুরি ভিত্তিতে করোনা টিকা দিতে চাইছে না মোদী সরকার
চোখ রাঙাচ্ছে কোভিডের নয়া স্ট্রেইন ওমিক্রন। তাকে সমঝে চলার বার্তা দিচ্ছেন দিল্লি এইএমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তা সত্ত্বেও এখনই শিশুদের টিকাকরণে তাড়াহুড়ো করার দরকার নেই বলে কেন্দ্রকে সাফ জানিয়ে দিল এনটিএজিআই (ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অফ ইমুনাইজেশন ইন ইন্ডিয়া)। স্বভাবতই তাদের মতামতকে গুরুত্ব দিয়ে শিশুদের টিকাকরণে কেন্দ্র ধীরে চলো নীতি নেয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন। যদিও মঙ্গলবার রাত পর্যন্ত সরকারের তরফে এ ব্যাপারে কোনও উচ্চবাচ্য করা হয়নি।
কোভিড মহামারী নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এনটিএজিআই গঠন করেছিল মোদি সরকার। প্যানেলের অন্যতম সদস্য ডাঃ জয়প্রকাশ মুলিইল। তিনি ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের অধ্যাপক। একই সঙ্গে দেশের নামজাদা মহামারী বিশেষজ্ঞও। এদিন এক সাক্ষাৎকারে জয়প্রকাশ জানিয়েছেন, জরুরি ভিত্তিতে শিশুদের কোভিড টিকা দেওয়ার এখনই প্রয়োজন নেই। কেন্দ্রকে প্যানেলের এই সিদ্ধান্তের কথা তাঁরা জানিয়েও দিয়েছেন। তবে কো-মরবিডিটি থাকা শিশুদের নিয়ে ভাবনাচিন্তা করা যেতে পারে বলে মত কমিটির।
কিন্তু ওমিক্রনের দৌরাত্মের মধ্যে টিকাকরণে শিশুদের ছাড় দেওয়া কী ঝুঁকির হচ্ছে না? জয়প্রকাশ বলেছেন, ‘এখন পর্যন্ত কোভিডের যাবতীয় তথ্য নিখুঁতভাবে পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে ১২ বছরের নীচে ভারতে কোনও শিশুর মৃত্যু হয়নি। পজিটিভ হয়ে যাদের মৃত্যু হয়েছে, তারা হয় ক্যান্সার, লিউকোমিয়া নতুবা অন্য কোনও রোগে মারা গিয়েছে। ওইসব শিশুদের মৃত্যুতে কোভিডকে দায়ী করা যুক্তিযুক্ত নয়। ফলত এখনই তাদের টিকাকরণে দৌড়ঝাঁপ করা অনাবশ্যক।’ এদিকে, এদিন ওমিক্রন নিয়ে সতর্ক থাকতে সব রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।