৩২ বিটের কম্পিউটারের দিন কি ঘনিয়ে এল?

ভবিষ্যতের কথা ভেবে একটি বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মাইক্রোসফট। তারা ৩২ বিটের কম্পিউটারের জন্য উইন্ডোজ ১০-এর আর কোনও ভার্সন তৈরিী করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

May 31, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভবিষ্যতের কথা ভেবে একটি বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মাইক্রোসফট। তারা ৩২ বিটের কম্পিউটারের জন্য উইন্ডোজ ১০-এর আর কোনও ভার্সন তৈরিী করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি উইন্ডোজ ১০-এর একটি নয়া ভার্সন বাজারে এনেছে মাইক্রোসফট। তা কেবল ৬৪ বিটের কম্পিউটারের ক্ষেত্রে উপযুক্ত।

গুগল ও অ্যাপল সম্প্রতি ৬৪ বিটের কম্পিউটারের উপর জোর দিয়েছে। গুগল জানিয়ে দিয়েছে, ২০২১ সাল থেকে তারা প্লে-স্টোরে ৩২ বিটে রান করা কোনও অ্যাপকে জায়গা দেবে না। প্লে স্টোরে থাকা অ্যাপগুলির পাবলিশারদের গুগল জানিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে তারা যেন ৬৪ বিটে রান করা অ্যাপ তৈরি করে ফেলেন।

অ্যাপলও ম্যাকের ক্ষেত্রে ৩২ বিটে রান করা অ্যাপগুলির সাপোর্ট বন্ধ করেছে। এই পরিস্থিতিতে মাইক্রোসফটও একই রাস্তায় হাটার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বে ৩২ বিটের কম্পিউটারের দিন ঘনিয়ে এসেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে মাইক্রোসফট জানিয়েছে, ৩২ বিটের কম্পিউটারে প্রয়োজনীয় ফিচার ও সিকিউরিটি আপডেট তারা দিতে থাকবে। তবে সরাসরি না বললেও তাদের সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, ৬৪ বিটের কম্পিউটারকেই বেশী প্রাধান্য দেবে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen