জি-সোনির সংযুক্তিতে সায় জি এন্টারটেনমেন্ট বোর্ডের

বুধবার স্টক এক্সচেঞ্জে মিডিয়া কোম্পানির দ্বারা একটি ফাইলিং অনুসারে এই তথ্য জানা যায়। দুই সংস্থা এবার একসঙ্গে কাজ করবে। নয়া সংযুক্ত সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে বহাল থাকবেন পুনিত গোয়েঙ্কা।

December 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
জি এন্টারটেনমেন্ট ও সোনি পিকচার্সের সংযুক্তিকরণ, সংগৃহীত ছবি

জি এন্টারটেনমেন্ট ও সোনি পিকচার্সের সংযুক্তিকরণের অনুমোদন দিল জি এন্টারটেনমেন্ট বোর্ড। এর ফলে এবার ভারতীয় মিডিয়ার দুই বৃহত্তর সংস্থা গাঁটছড়া বাধল। বুধবার স্টক এক্সচেঞ্জে মিডিয়া কোম্পানির দ্বারা একটি ফাইলিং অনুসারে এই তথ্য জানা যায়। দুই সংস্থা এবার একসঙ্গে কাজ করবে। নয়া সংযুক্ত সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে বহাল থাকবেন পুনিত গোয়েঙ্কা।

নয়া চুক্তি অনুযায়ী সংযুক্ত সংস্থায় জি এনটারমেন্টের শেয়ার হবে ৪৫.১৫ শতাংশ। সোনির অংশীদারিত্ব থাকবে ৫০.৮৬ শতাংশ। তাছাড়া জি-এর প্রোমোটারদের কাছে ৩.৯৯ শতাংশ শেয়ার থাকবে। জানা গিয়েছে, এই চুক্তির ফলে সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট প্রায় ১.৫৭৫ বিলিয়ন ডলার লগ্নি করছে সংযুক্ত সংস্থায়। এর ফলে সংযুক্ত সংস্থায় বোর্ড অফ ডিরেক্টরসের বেশিরভাগ সদস্যকে মনোনীত করবে সোনি গ্রুপ।

ডিজিটাল অ্যাসেট, প্রোডাকশন অপারেশন, প্রোগ্রাম লাইব্রেরি এবং একটি একক নেটওয়ার্ক তৈরি করে কাজের উন্নতি ঘটানোর লক্ষ্যে এই সংযুক্তিকরণ। পাশাপাশি ভারতের শেয়ার বাজারে সর্বজনীনভাবে তালিকাভুক্ত সংস্থা হিসেবে নিজেদের জায়গা বজায় রাখতে সংযুক্তিকরণের এই সিদ্ধান্ত। এর আগে গোষ্ঠীতে যে টালমাটাল পরিস্থিতি দেখা দিয়েছিল। জি’র বিনিয়োগকারীরা সংস্থার সিইও সহ তিন পরিচালকের অপসারণ চেয়েছিল। সেই সময় জি-রিলায়েন্সের সংযুক্তির আলোচনা সামনে এসেছিল। কিন্তু ইনভেস্কোর সঙ্গে গোয়েঙ্কাদের কিছু বিষয়ে দ্বিমত থেকে যাওয়ায় এই চুক্তিটি বাস্তবায়িত হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen