← দেশ বিভাগে ফিরে যান
জবাব দেওয়ার নেই তাই সংসদ এড়াচ্ছেন মোদী, তোপ ডেরেকের
রাজনৈতিক জুমলা ছাড়া জবাব দেওয়ার মতো কোনও বক্তব্য নেই বলেই সংসদকে বারবার এড়িয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। অভিযোগের সুরে বুধবার এই মর্মেই তোপ দাগল তৃণমূল। সভায় ঠিকমতো এলেনই না। সংসদকে অপমান করলেন। বিরোধীদের দাবি মেনে আলোচনাও করতে দেওয়া হল না। আদৌ কি সংসদীয় গণতন্ত্রকে সম্মান করেন প্রধানমন্ত্রী? এই প্রশ্ন তুললেন দলের মুখ্য মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।
আক্রমণাত্মক সুরে তৃণমূলের রাজ্যসভার দলনেতা বললেন, ‘সংসদে প্রতিদিন বিষ ঢালছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। সংসদীয় গণতন্ত্রকে রক্তাক্ত করছেন। তাই ২০২৪ সালের নির্বাচনে নরেন্দ্র মোদীকে হারাতেই হবে। নাহলে নামেই নতুন সংসদ ভবন হবে, কিন্তু সংসদীয় গণতন্ত্র বলে কিছু থাকবে না।’ সার্বিকভাবে বিজেপি বিরোধী আওয়াজ মানুষের মধ্যে পৌঁছতেই হবে বলেই সওয়াল করেন ডেরেক।