কলকাতা বিভাগে ফিরে যান

চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে হল যীশু পুজো

December 24, 2021 | < 1 min read

স্বামীজির আমল থেকেই বেলুড় মঠে চলে আসছে যীশু পূজা| এবারেও তার ব্যতিক্রম ঘটল না। মূল মন্দিরের ভিতরেই চলছে পূজা| ভোগ হিসাবে আছে কেক, ফল, মিষ্টি ও পানীয়। বেলুড় মঠে হিন্দু ধর্মীয় মতে হয় যীশু পূজা| বাইবেল পাঠ, ক্যারোলও হবে। যীশুকে উৎসর্গ করা সঙ্গীতে পুজো, সন্ন্যাসী মহারাজরাই গাইবেন ক্যারোল।

চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে মহাসমারোহে পালিত হচ্ছে যীশু পূজা। বড়দিনের আগের সন্ধ্যায় মূল মন্দিরে সন্ধ্যারতির পর প্রতিবার এই পুজোর আয়োজন করা হয়। ক্যারোল, আনুষ্ঠানিক পূজা, কেক, সন্দেশ ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করা হয়। যীশুর বাণী ও জীবনী পাঠ করা হয়। শেষে কেক এবং মিষ্টি প্রসাদ দেওয়া হয়।

কথিত আছে উনবিংশ শতকের শেষদিকে রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর স্বামীজি তাঁর কয়েকজন গুরুভাইয়ের সঙ্গে হুগলির আটপুরে প্রেমানন্দ মহারাজ বা বাবুরাম মহারাজের বাড়ির বাগানে ধুনি জ্বালিয়ে যীশু খ্রিস্টের বাণী এবং জীবনী শোনাচ্ছিলেন এমনই এক সন্ধ্যায়। ঘটনাচক্রে সেই দিনটা ছিল বড়দিনের আগের দিন বা ক্রিসমাস ইভ। এরপর বেলুড় মঠ স্থাপনের পর থেকে সেটাই বজায় রেখেছে বেলুড় মঠ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Christmas Festival, #Jesus Christ, #Belur Math

আরো দেখুন