খেলা বিভাগে ফিরে যান

প্রয়াত কিংবদন্তি গোলরক্ষক সনৎ শেঠ, ভারতীয় ফুটবলমহলে শোকের ছায়া

December 24, 2021 | 2 min read

চলে গেলেন কিংবদন্তি গোলকিপার সনৎ শেঠ। ‘ময়দানের বাজপাখি’ বলে ডাকা হতে তাঁকে। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করলেন সনৎবাবু। চুনী গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খেলেছেন তিনি। তবে বয়সের দিক থেকে পিকে ও চুনীর থেকে কিছুটা বড় ছিলেন এই গোলরক্ষক। ভারতীয় ফুটবলের দুই প্রবাদপ্রতিম দমহানক্ষত্রের প্রয়াণে ভেঙে পড়েছিলেন সনৎ শেঠ। শুক্রবার চলে গেলেন তিনি। রেখে গেলেন বহু স্মৃতিচিহ্ন। বছর খানেক আগেই চলে গিয়েছিলেন সনৎ শেঠের স্ত্রী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সনৎবাবু। ভাল করে হাঁটতে পারতেন না। ক্রাচ ছিল তাঁর সঙ্গী। ১৯৪৯-৬৮ এই ১৯ বছর ময়দানে দাপিয়ে খেলেন তিনি। যখন যে দলের হয়ে খেলেছেন, সেই দলকে নির্ভরতা জুগিয়েছেন। রেলওয়ে এফসি তাঁর প্রথম ক্লাব। তার পর এরিয়ান্স, ইস্টবেঙ্গল, মোহনবাগানের হয়ে খেলেছেন তিনি। একসময়ে এক সাক্ষাৎকারে সনৎ শেঠ বলেছিলেন, “রেলওয়ে এফসি’তে আমার জন্ম। এরিয়ান্স আমার মামার বাড়ি। ইস্টবেঙ্গল আর মোহনবাগান আমার মাসি-পিসির বাড়ি।”

ফেরা যাক ১৯৪৯-তে। সনৎ শেঠের বয়স তখন ১৯। উত্তর ২৪ পরগনার জেলা লিগে দাপিয়ে গোলকিপিং করছেন তিনি। হঠাৎই একদিন তিনি ডাক পান রেলওয়ে এফসি ক্লাবের থেকে। সেই সময়ে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে রেলওয়ে এফসির প্রথম গোলকিপার অসুস্থ ছিলেন। দ্বিতীয় গোলরক্ষকের চোট। সেই কারণেই ডাক পড়েছিল সনৎ শেঠের। সেই শুরু। এর পরে ১৯৫২ সালে এরিয়ান্সে সই করেন। ১৯৫৭ সালে ইস্টবেঙ্গলের জার্সি পিঠে চাপান। পরের বছর মোহনবাগানে চলে আসেন। ছ’বছর সবুজ-মেরুনে খেলার পরে ফের এরিয়ান্সে ফেরেন তিনি। তিন বছর খেলে ইস্টবেঙ্গলে যান। লাল-হলুদ জার্সিতে খেলেই ময়দানকে বিদায় জানান সনৎ শেঠ। উল্লেখ্য, ১৯৫৪ সালে ম্যানিলা এশিয়ান গেমসে ভারতীয় দলে ছিলেন। তবে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। ১৯৫৫ সালে রাশিয়া সফরেও গিয়েছিলেন তিনি। তাঁকে বলা হত এনসাইক্লোপিডিয়া। স্মৃতিশক্তি ছিল প্রখর। সনৎবাবুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sanat Seth, #Sanath Set, #Indian Football, #Legendary goalkeeper

আরো দেখুন