দাড়ি-গোঁফ রেখে ঝুঁকি নিচ্ছেন না তো?

সিক্স প্যাক অ্যাবের থেকেও এখন মহিলাদের বেশী আকৃষ্ট করে পুরুষদের দাড়ি। দাড়ি-গোঁফ না থাকলে নারীদের চোখে আজকাল পুরুষদের পয়েন্ট অনেকটাই কমে যায়। ভারত অধিনায়ক বিরাট কোহলি কিংবা ‘কবীর সিং’-এর শাহিদ কাপুরের মতো স্টাবল লুক না থাকলে সে ব্যক্তি তো ফ্যাশনই জানেন না।

May 31, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সিক্স প্যাক অ্যাবের থেকেও এখন মহিলাদের বেশী আকৃষ্ট করে পুরুষদের দাড়ি। দাড়ি-গোঁফ না থাকলে নারীদের চোখে আজকাল পুরুষদের পয়েন্ট অনেকটাই কমে যায়। ভারত অধিনায়ক বিরাট কোহলি কিংবা ‘কবীর সিং’-এর শাহিদ কাপুরের মতো স্টাবল লুক না থাকলে সে ব্যক্তি তো ফ্যাশনই জানেন না।

কিন্তু এই দাড়িই কি সর্বনাশ ডেকে আনতে পারে? বাড়িয়ে তুলতে পারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা? চলুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের মতামত।

দাড়ি-গোঁফ না থাকলে নারীদের চোখে আজকাল পুরুষদের পয়েন্ট অনেকটাই কমে যায়।

চিন্তার কোনও কারণ নেই। দাড়ি-গোঁফের সঙ্গে করোনায় আক্রান্ত হওয়ার কোনও কারণ নেই। তাই নিজের লুক বদলের প্রয়োজন নেই। তবে যদি মাস্ক ব্যবহার করেন, তাহলে দেখে নিন সেটি ঠিকমতো মুখে সেঁটে বসছে কি না। যদি মাস্ক ব্যবহারে সমস্যা না হয়, তবে দাড়ি ট্রিম করার কোনও প্রশ্নই উঠছে না। তবে যাঁরা বাতাস বেরনোর ভালভযুক্ত মাস্ক পরছেন, দাড়ি থাকলে তাঁদের ক্ষেত্রে খানিকটা সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনি কি করতে চান, সিদ্ধান্ত আপনার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen