← দেশ বিভাগে ফিরে যান
ওমিক্রন মোকাবিলায় ছোটদের টিকা, প্রবীণদের জন্য বুস্টার ডোজ জানুয়ারি থেকে
১৫ থেকে ১৮ বছর বয়সীদের বাচ্চাদের জন্য ৩রা জানুয়ারি থেকে শুরু হবে করোনা টিকাকরণ।
স্বাস্থ্যকর্মী, সামনের সারির কর্মী এবং ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক যাদের কোমরবিডিটি আছে, তাদের জন্য ‘প্রিকশান ডোজ’ দেওয়া হবে ১০ই জানুয়ারি থেকে।
আজ এমনটাই ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
ওমিক্রন সংক্রমণ নিয়ে দেশের মানুষের মধ্যে যখন আতঙ্ক তৈরি হয়েছে, তখনই, শনিবার, রাতে, বড়দিনের রাতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, ওমিক্রন সংক্রমণ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শুধু মেনে চলতে হবে নিয়ম। করোনা এখন যায়নি, তাই দেশকে সুরক্ষিত রাখতে সতর্ক থাকবে।