কর্মী সম্মেলনে মারামারি, গ্রেপ্তার তিন বিজেপি নেতা
কর্মী সম্মেলনে মারপিটের ঘটনায় বনগাঁ থানার পুলিস তিন বিজেপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম বিজয় মণ্ডল, দীনবন্ধু তরফদার ও পরিমল বিশ্বাস। বিজয়বাবু চাঁদপাড়া পশ্চিম মণ্ডলের সাংগঠনিক নেতা। দীনবন্ধুবাবু ও পরিমলবাবু সক্রিয় বিজেপি কর্মী। ধৃতদের সোমবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁয় বিজেপির কলহ আরও বেআব্রু হয়ে পড়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বনগাঁর কালুপুরে বিজেপির একটি কর্মী সম্মেলন ছিল। ওই সম্মেলনে বিজেপির জেলা সাধারণ সম্পাদক তথা বনগাঁ পঞ্চায়েত সমিতির সদস্য অর্ণব সুরকে ডাকা হয়নি। বনগাঁ ব্লকের কালুপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী তথা অর্ণববাবুর স্ত্রী লতিকা সুরকেও আমন্ত্রণ জানানো হয়নি। যদিও তাঁরা সম্মেলনে হাজির হন। সভায় গিয়ে তাঁরা জানতে চান কেন তাঁদের ডাকা হয়নি। এই নিয়ে বচসা চলার সময় বিজেপির নেতা-কর্মীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁদের বেধড়র মারধরের পাশাপাশি লাথি মেরে সিড়ি থেকে নীচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় অর্ণববাবু, লতিকাদেবী সহ তাঁদের বেশ কয়েক জন অনুগামী জখম হন। দম্পতির আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁরা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের উপস্থিতিতে এই হামলা চালানো হয়। হামলাকারীরা বিধায়কের অনুগামী। এদিন আদালতে যাওয়ার পথে ধৃতরা বলেন, চক্রান্ত করে আমাদের ফাঁসানো হচ্ছে। আমরা মারধরের ঘটনায় যুক্ত নই। বিধানসভা ভোটের পর থেকে বনগাঁয় বিজেপির কোন্দল মাত্রাছাড়া ভাবে বেড়েছে। তার উপর মতুয়াদের ক্ষোভ বিজেপিকে আরও বেসামাল করেছে। এই পরিস্থিতিতে দলে দলে বিজেপি নেতা কর্মী ও মতুয়াদের দলপতি, পাগল ও গোঁসাইরা শাসক শিবিরে যোগ দিচ্ছে। সম্প্রতি বিজেপির সাংগঠনিক নির্বাচন নিয়ে মতুয়া সম্প্রদায়ের বিধায়ক ও নেতা কর্মীদের ক্ষোভের আগুনে ঘি পড়েছে। পাঁচ জন মতুয়া বিধায়ক দলের ‘হোয়াটস অ্যাপ’ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন। গাইঘাটায় ঠাকুরবাড়ির ঘনিষ্ঠ তথা মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন ফেসবুক পোস্ট জল্পনা বাড়িয়েছে। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ আর নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না। মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। তৈরি থাকুন আগামী দিনের জন্য। মতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে। ফলে আগামী দিনে বনগাঁ মহকুমায় গেরুয়া শিবিরের বিপর্যয় স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।