উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

শিলিগুড়ি জেলা বাম-বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ ২ নেতানেত্রীর

December 28, 2021 | 2 min read

পুরসভার নির্বাচন ঘোষণা হতে না-হতেই শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপিতে বড়সড় ভাঙন। এদিন শিলিগুড়ির তৃণমূল জেলা অফিসে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন বিজেপির কাউন্সিলর খুশবু মিত্তাল।

এছাড়াও এদিন সিপিএমের টিকিট না-পেয়ে তৃণমূলে যোগ দিলেন দীপায়ন রায়। বিজেপির প্রাক্তন কাউন্সিলর খুশবু মিত্তাল জানান, বিজেপির সঙ্গে কোনও গোলমাল নেই। মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে শামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।

মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। প্রার্থী তালিকা ঘোষণা হতেই এদিন প্রচারে বেরিয়ে পড়লেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য। তিনি এবারও শিলিগুড়ির ৬নং ওয়ার্ডের প্রার্থী। আজ তাঁর ওয়ার্ডে অশোক ভট্টাচার্যর সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডকে নিয়ে সম্মেলন শেষ করে ফেলেছে। যদিও বাম-বিজেপি থেকে তৃণমূলে আসা প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে দলের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ কর্মীদের প্রতি কড়া নির্দেশ দিয়েছেন যে দল যাঁকে প্রার্থী করবে তাঁর হয়েই কাজে নামতে হবে। কোনও দলবাজি করলে তাঁর বিরুদ্ধে চরম শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

সূত্রের খবর, প্রাক্তন পর্যটনমন্ত্রী গৌতম দেব তৃণমূলের মেয়র মুখ হওয়ার দৌড়ে এগিয়ে। অপরদিকে সিপিএম-কংগ্রেস জোটের মেয়র মুখ সম্ভবত অশোকই৷ দীর্ঘদিন বামেদের দখলে থাকা শিলিগুড়ি পুরসভা ২০০৯ সালের নির্বাচনে হাতছাড়া হয়। কিন্তু ২০১৫ সালে বাম ও কংগ্রেসের জোট শিলিগুড়ির ক্ষমতা দখল করে৷ যা রাজ্য-রাজনীতিতে শিলিগুড়ি মডেল বলে পরিচিতি পায়৷

দু’পক্ষের দাবি, ২০১৫ সালের জেতা ওয়ার্ডগুলি তাদের হাতে থাকবে৷ তখনই ৪৭টি ওয়ার্ডের মধ্যে বামেদের ২৩টি এবং কংগ্রেসের ৪টি ওয়ার্ডে প্রার্থী দেওয়া প্রায় নিশ্চিত হয়ে যায়। মূলত তৃণমূল ও বিজেপিকে রুখতেই কংগ্রেস-সিপিএমের এই আসন সমঝোতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #siliguri, #bjp, #tmc

আরো দেখুন