কলকাতা বিভাগে ফিরে যান

৩ জানুয়ারি থেকে কলকাতায় ফিরতে পারে কনটেনমেন্ট জোন, ওয়ার্ডভিত্তিক সমীক্ষার নির্দেশ মুখ্যমন্ত্রীর

December 29, 2021 | 2 min read

আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতায় ফিরতে পারে কনটেনমেন্ট জোন। তা নিয়ে ওয়ার্ডভিত্তিক সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমীক্ষার ফলাফলের ভিত্তিতে কী কী করোনাভাইরাস বিধি কার্যকর করতে হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিলেন তিনি।

বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মমতা জানান, বাইরে থেকে আগত বিমানের জেরেই রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে। তা নিয়ে রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা বিস্তারিতভাবে জানান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি জানান, যাঁরা বিমানে করে কলকাতায় আসছেন, তাঁদের করোনা রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। কারও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে বিমানে তাঁর আশপাশে থাকা লোকজনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ফোন করা হচ্ছে স্বাস্থ্য দফতরের থেকে।

সেই প্রেক্ষিতে মমতা বলেন, ‘যাঁরা বাইরে থেকে আসেন, তাঁদের তো বেশিরভাগ কলকাতায় থাকেন। কলকাতায় দিয়েই যাতায়াত করেন। সুতরাং কলকাতায় যদি কিছু কনটেনমেন্ট জোন করতে হয়, তাহলে দেখে নাও, ওয়ার্ড টু ওয়ার্ড সার্ভে করে (ওয়ার্ডভিত্তিক সমীক্ষা করে)।’ তিনি জানান, ২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান থাকে। তাই ৩ জানুয়ারি থেকে কলকাতার কোথাও কনটেনমেন্ট জোন করা হবে কিনা, তা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে পর্যালোচনার নির্দেশ দেন। মমতা বলেন, ‘৩ জানুয়ারি থেকে প্রোটোকলটা কীভাবে কী করবে, তার আবার একটা পর্যালোচনা করতে হবে। দরকার হলে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোমও করে দিতে হবে। সতর্কতা অবলম্বন করতে হবে।’

মমতার নির্দেশের ভিত্তিতে মুখ্যসচিব বলেন, ‘(কলকাতায়) ওয়ার্ডভিত্তিক পরিসংখ্যান নেওয়া হয়েছে। আপনি যেটা বললেন, কনটেনমেন্ট ও মাইক্রো-কনটেনমেন্ট জোন করতে হবে কলকাতায়। সেটা আমরা পর্যালোচনা করে নিচ্ছি।’

ওমিক্রন আতঙ্কে এখনই রাজ্যে লোকাল ট্রেন বন্ধ করা হচ্ছে না। তবে লোকাল ট্রেনের সংখ্যা কমানো হবে কিনা, তা নিয়ে পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘লোকাল ট্রেনের উপরও প্রভাব পড়বে। এখনই সব বন্ধ করতে যেও না। কিন্তু কিছু কমিয়ে দাও। জনগণের যাতে অসুবিধা না হয়, (সেটা মাথায় রাখতে হবে)।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Mamata Banerjee, #covid 19, #Containment Zone

আরো দেখুন