আইএসএল-এ এফসি গোয়াকে হারিয়ে শীর্ষ তিনে এটিকে মোহনবাগান
নতুন কোচের হাত ধরে টানা আইএসএল-এ টানা দ্বিতীয় জয় পেল এটিকে মোহনবাগান। বুধবার তারা এফসি গোয়াকে হারিয়ে দিল ২-১ ব্যবধানে। এটিকে মোহনবাগানের কোচ হয়ে প্রাক্তন দলের বিরুদ্ধে জয় পেলেন জুয়ান ফেরান্দো। মোহনবাগানের দুটি গোল লিস্টন কোলাসো এবং রয় কৃষ্ণের। লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান।
খেলার শুরুতে আক্রমণ করছিল গোয়াই। পাঁচ মিনিটের মাথায় দুরন্ত শট নিয়েছিলেন মহম্মদ নেমিল। তা গোলের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। এরপর দেবেন্দ্র মুরগাঁওকরের শট সরাসরি যায় এটিকে মোহনবাগানের গোলকিপারের হাতে। এরপরেই খেলা নিয়ন্ত্রণ করতে থাকে সবুজ-মেরুন। বল বেশি ঘুরছিল তাদের পায়েই।
২৩ মিনিটের মাথায় এগিয়ে যায় এটিকে মোহনবাগান। এগিয়ে দেন গোয়ার ভূমিপুত্র লিস্টন কোলাসো। পুরনো দলের বিরুদ্ধে দুরন্ত গোল করলেন তিনি। মাঝমাঠের সামান্য উপরে বল পেয়েছিলেন। কিছুটা এগিয়ে গিয়েই গোল লক্ষ্য করে শট নেন। বল বাঁক খেয়ে গোলে ঢুকে যায়। গোয়ার গোলকিপারের কিছুই করার ছিল না। ৩০ মিনিটের মাথায় সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল গোয়া। কিন্তু জর্জ ওর্তিজের ফ্রিকিক অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন অমরিন্দর সিংহ।
দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় এটিকে মোহনবাগান। এ বার গোল করেন কৃষ্ণ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলছিল সবুজ-মেরুন। তার পুরস্কারও পায় তারা। হুগো বুমোস পাস দিয়েছিলেন কৃষ্ণকে। প্রথম প্রচেষ্টাতেই জোরালো, নীচু শটে বল জালে জড়ান কৃষ্ণ।
৮৩ মিনিটে একটি গোল শোধ করে গোয়া। গোল করেন ওর্তিজ। গোলকিপার অমরিন্দরের ভুলে গোল খায় এটিকে মোহনবাগান। গোল পেয়ে তেড়েফুঁড়ে উঠেছিল গোয়া। কিন্তু জয়সূচক গোল পায়নি তারা।