রাজ্য বিভাগে ফিরে যান

জ্বর,সর্দি, কাশি নিয়ে স্কুলে আসা যাবে না, বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তরের

December 30, 2021 | < 1 min read

জ্বর, সর্দি, কাশি(Covod-19 Virus) হলে স্কুলে(Covid-19 school notice) জ্বর সর্দি কাশি থাকলে স্কুলে নয়, নয়া বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তরের আসা যাবে না। করোনার(Covid-19 )নেগেটিভ রিপোর্ট দেখিয়ে পড়ুয়াদের স্কুলে(omicron variant in india) আসতে হবে। বৃহস্পতিবার নয়া বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল শিক্ষা দপ্তর। একই নিয়ম প্রযোজ্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও।   

রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। বাড়ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। এরই মাঝে অক্টোবর মাসে খোলা হয়েছে রাজ্যের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। কিন্তু যে ভাবে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে চিন্তা বাড়ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের।  

চিকিৎসকদের মতে, ওমিক্রনে আক্রান্তদের দেহে বিশেষ কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। হালকা জ্বর, গা গরম বা সর্দির মতো উপসর্গ থাকছে, যা ঋতু বদলের সময়ে বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে। এবারেও তা হচ্ছে। তবে এই ধরনের উপসর্গ থাকলেই চিকিৎসকেরা ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করিয়ে নিতে বলছেন।

শিক্ষা দফতরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওই ধরনের উপসর্গ থাকলে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসা যাবে না। তাদের জন্য স্কুল কলেজ পুরো বন্ধ থাকবে না। স্কুলের ক্ষেত্রে ওই উপসর্গ দেখা দিলে করোনার পরীক্ষা নেগেটিভ না হওয়া পর্যন্ত আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#School, #covid19

আরো দেখুন