গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড সংক্রমণ বেড়ে ৩৪৫১, কলকাতায় ১৯৫৪

বর্ষশেষে উদ্বেগ বাড়াল রাজ্যের কোভিড গ্রাফ

December 31, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

বর্ষশেষে উদ্বেগ বাড়াল রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি পার করেছিল। বৃহস্পতিবার তা ছাড়াল দু’হাজার। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন।

এই অবস্থায় অবশ্য দৈনিক মৃতের সংখ্যা কমেছে। রাজ্যের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ।

চলতি সপ্তাহে সোমবার রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। বাড়তে বাড়তে শুক্রবার তা ছুঁল প্রায় সাড়ে তিন হাজার। দেশ জুড়ে ওমিক্রন-সংক্রমণের আবহে বিগত চার দিনে দৈনিক আক্রান্তের সংখ্যায় এই অস্বাভাবিক বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে। কলকাতায়ও প্রায় একই হারে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত সোমবার কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০৪। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছিল ১ হাজার ৯০। শুক্রবার কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।

মহানগরী সংলগ্ন উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনাতেও লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্যে দৈনিক সংক্রমণের হারেও অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেল শুক্রবার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen