দেশ বিভাগে ফিরে যান

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস, জ্বালানির খোঁজে নাড্ডার সভার পোস্টার-ব্যানার লুট মহিলাদের

January 2, 2022 | 2 min read

উত্তরপ্রদেশের হাপুরে বিজেপির নির্বাচনী প্রচার। মঞ্চে উঠে গালভরা প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপি মহিলাদের উন্নয়নে কত কী করেছে, তারই ফিরিস্তি ভাষণজুড়ে। বক্তব্য শেষ। সবে মঞ্চ ছেড়েছেন নাড্ডা। বলা নেই, কওয়া নেই—বিজেপির পোস্টার, ব্যানারের উপর ঝাঁপিয়ে পড়লেন সভায় আসা মহিলারা। মুহূর্তেই লুট হয়ে গেল সেগুলির কাঠামো। অবশিষ্ট রইল না মঞ্চের একাংশও। যে যেখানে পেরেছেন পোস্টার-ব্যানার ফর্দাফাই করে সযত্নে গুছিয়ে নিয়েছেন কাঠামো। তারপর সেগুলি বেঁধে মাথায় চাপিয়ে হাঁটা দিয়েছেন ঘরের পথে। মহিলাদের এমন কাণ্ডকারখানা দেখে তো তাজ্জব বিজেপির স্থানীয় নেতৃত্ব। কিন্তু মুখে রা কাড়ার সাহস পেলেন না। দু’একজন কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মহিলারা গর্জে উঠতেই সকলেই চুপ। অগত্যা, পদ্মফুল সঙ্গে নাড্ডার বিশাল বিশাল কাটআউট ধুলোয় মিশিয়ে দেওয়া দেখতে বাধ্য হলেন বিজেপি নেতারা। আর হাসি মুখে কাঠামোর বোঝা নিয়ে যেতে যেতে সভা ফেরত মহিলারা বলতে লাগলেন—‘আমাদের মতো গরিব পরিবারে সিলিন্ডারে গ্যাস ভর্তি করার টাকা কোথায়! হাজার টাকা দেওয়ার সামর্থ আমাদের নেই। এই কাঠামোতে বেশ কয়েকদিন জ্বালানির সমস্যা মিটে যাবে।’

হাপুরের এই ঘটনা সামনে আসতেই চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। সুযোগ বুঝে আক্রমণ শানাতে মাঠে নেমে পড়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, ডবল ইঞ্জিনে চলা উত্তরপ্রদেশে যে কেউই ভালো নেই, এটা তারই প্রমাণ। মহিলারাই এবার বিজেপির সব অঙ্ক ভেস্তে দেবেন। কারণ, তাঁদের হেঁশেল-সুখটাই কেড়ে নিয়েছে মোদি কিংবা যোগী সরকার।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাকাল দেশবাসী। তারউপর পেট্রল-ডিজেল ও গ্যাসের আকাশছোঁয়া দর। এখন একটা সিলিন্ডার রিফিল করতে কড়কড়ে হাজার টাকা গচ্চা দিতে হচ্ছে আমজনতাকে। কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পে গ্যাস সংযোগ পেয়েও বাড়তি সুবিধা পাচ্ছে না কোনও বিপিএল পরিবার। এমনটাই অভিযোগ তুলেছেন উত্তরপ্রদেশের মহিলাদের একটা বড় অংশ। এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধও তাঁরা। অনেকেই মনে করছেন, হাপুরের ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। যদিও এ ব্যাপারে উত্তরপ্রদেশ বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

হাপুরের ওই নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। জোরদার প্রচার চালাতে গোটা হাপুরকেই ঢেকে দেওয়া হয়েছিল পোস্টার, ব্যানারে। রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হয়েছিল নাড্ডার কাটআউটও। জানা গিয়েছে, প্রচারের পিছনেই কয়েক লক্ষ টাকা উড়িয়েছে গেরুয়া
শিবির। কিন্তু সভা শেষে মহিলারা যে এভাবে জ্বালানির জন্য পোস্টার-ব্যানারের কাঠামো লুট করবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি হাপুরের বিজেপি নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #bjp, #JP Nadda

আরো দেখুন