রাজ্য বিভাগে ফিরে যান

সোমবার থেকে রাজ্যে বিধিনিষেধ, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, লোকালে ৫০ শতাংশ যাত্রী

January 2, 2022 | < 1 min read

রাজ্যে ক্রমেই বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে কিছু বিধিনিষেধ চালু করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, রবিবার নবান্নে একটি বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। সেখানেই সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়। আগামীকাল সোমবার থেকেই নতুন নির্দেশিকা জারি হতে চলেছে। রবিবার বিকেলে ওই বিষয়ে ঘোষণা করেন মুখ্যসচিব।

এক নজরে বাংলার কোভিড বিধিনিষেধ:

  • সাংবাদিক বৈঠক করছেন রাজ্যের মুখ্যসচিব। আগামীকাল থেকে রাজ্যে বিধিনিষেধ চালু
  • কাল থেকে বন্ধ স্কুল কলেজ, টুরিস্ট স্পট। বন্ধ সুইমিং পুল, জিম, স্পা, বিউটি পার্লার
  • যে কোনও সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকবে না
  • ৫০% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন, মেট্রো। সন্ধ্যা ৭টার পর চলবে না লোকাল ট্রেন
  • ৫০% আসন নিয়ে খুলতে পারবে রেস্তোরাঁ, বার ও সিনেমা হল
  • সরকারি-বেসরকারি অফিসে ৫০% হাজিরা, কল-কারখানায় কোভিড বিধি মেনে কাজ করতে হবে
  • দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে ১লা ফেব্রুয়ারি থেকে
  • যেখানে কোভিড সংক্রমণ বেশি, সেখানে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হবে
  • হোম ডেলিভারি চালু থাকবে, মেনে চলতে হবে কোভিড বিধি
  • সমস্ত বাজার, দোকান বা শপিং মলে পরতে হবে মাস্ক। বিধি লঙ্ঘন হলে নেওয়া হবে ব্যবস্থা
  • লন্ডন থেকে ডাইরেক্ট ফ্লাইট কলকাতায় অবতরণ করবে না
  • দিল্লি ও মুম্বই থেকে সপ্তাহে দুদিন কলকাতায় বিমান চলাচল করবে
  • রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে কঠোর বিধিনিষেধ।
TwitterFacebookWhatsAppEmailShare

#Restrictions, #West Bengal

আরো দেখুন