কলকাতা বিভাগে ফিরে যান

পার্ক স্ট্রিটে ডিউটির খেসারত, করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের আরও ১৩ জন আধিকারিক

January 3, 2022 | < 1 min read

ছবি: প্রতীকী

করোনাভাইরাসে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের আরও ১৩ জন আধিকারিক। সবমিলিয়ে কলকাতা পুলিশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় যে ১৩ জনের শরীরে করোনার হদিশ মিলেছে, তাঁদের অধিকাংশই বড়দিন এবং নববর্ষের ডিউটিতে পার্ক স্ট্রিটে মোতায়েন ছিলেন।

দিনকয়েক আগেই কলকাতা পুলিশের অনেক আধিকারিকের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। গত ২৪ ঘণ্টায় বাহিনীর আরও সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সূত্রের খবর, ওই সময়ের মধ্যে এক আইপিএস অফিসার-সহ কলকাতা পুলিশের ১৩ জন আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। অধিকাংশ আধিকারিকই বড়দিন এবং নববর্ষের সময় পার্ক স্ট্রিটে ডিউটি করছিলেন। বিশেষত বড়দিনে তো পার্ক স্ট্রিটে জনসমুদ্র আছড়ে পড়েছিল।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্যে লাগামহীনভাবে বেড়েছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৬,১৫৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সংক্রমণের হার ১৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। যা কিনা পাঁচ শতাংশের নীচে থাকা অত্যন্ত জরুরি। তাও নমুনা পরীক্ষার সংখ্যা এখনও কম আছে। পরীক্ষার সংখ্যা বাড়লে আক্রান্তের ছবিটা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবথেকে বেশি উদ্বেগ বাড়িয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,১৯৪ জন। সঙ্গে যোগ হয়েছে ওমিক্রনের আতঙ্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Police, #covid 19, #Park Street, #Covid 3rd Wave, #Corona Virus

আরো দেখুন