কোভিড আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী, রয়েছেন নিভৃতাবাসে

মঙ্গলবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM OF Delhi Arvind Kejriwal) জানালেন, তিনি করোনা আক্রান্ত। তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ (Mild Symptom) রয়েছে। তিনি নিজেকে আইসোলেট করে রেখেছেন বলেও ট্যুইটে জানিয়েছেন তিনি। পাশাপাশি, তিনি আবেদন করেছেন, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন অবিলম্বে করোনা পরীক্ষা করিয়ে নেন।

January 4, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

মঙ্গলবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM OF Delhi Arvind Kejriwal) জানালেন, তিনি করোনা আক্রান্ত। তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ (Mild Symptom) রয়েছে। তিনি নিজেকে আইসোলেট করে রেখেছেন বলেও ট্যুইটে জানিয়েছেন তিনি। পাশাপাশি, তিনি আবেদন করেছেন, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন অবিলম্বে করোনা পরীক্ষা করিয়ে নেন।

সকাল ৮টা ১১মিনিটে ট্যুইট করেছেন কেজরিওয়াল। সেখানে তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি বাড়িতেই নিজেকে আইসোলেশনে দেখেছি। শেষ কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে তাঁরা নিজেদের বাকি সকলের থেকে আলাদা করে রাখবেন। পাশাপাশি, আপনারা করোনা পরীক্ষাও করে নেবেন।’ দিল্লিতে করোনার পরিস্থিতি খুব একটা ভাল নয়। প্রত্যেকদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে রাজ্যের সংক্রমণ। সোমবার দিল্লিতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৯৯ জন।

তবে কয়েকদিন আগেই একটি দীর্ঘ সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছিলেন, বর্তমানে করোনার যে ঢেউ চলছে তা আগের মতো ভয়ঙ্কর নয়। আগের থেকে এ বারে করোনায় হাসপাতালে ভর্তি হওয়ার পরিমাণ অনেকটাই কম। আগের থেকে অনেকটাই কমেছে অক্সিজেন বেডের প্রয়োজনও। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবু সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ রয়েছেই। কারণ, প্রথম ঢেউ থেকেই দিল্লিতে কোভিডের বাড়বাড়ন্ত নানা সময়ে মানুষকে খারাপ পরিস্থিতিতে ফেলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় স্বাস্থ্য পরিকাঠামো কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল। কোথাও হাসপাতালে শয্যার অভাব, কোথাও আবার অক্সিজেনের অভাবে মানুষকে নানা ভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছিল। কিন্তু এ বারে তা বাকি রাজ্যের মতো দিল্লিতেও হচ্ছে না, তাই আতঙ্ক কমানোর বার্তা দিয়েছিলেন কেজরিওয়াল। তবে তিনিই আক্রান্ত হলেন করোনায়।

দিল্লিতে ইতিমধ্যে সংক্রমণ রুখতে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে সে রাজ্যের সরকার। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। যাতায়াতের বিষয়েও কিছু কড়াকড়ি করা হয়েছে আপ সরকারের পক্ষ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen