রাজ্য বিভাগে ফিরে যান

ফেব্রুয়ারি মাসেই শুরু হবে বারুইপুরে টেলি অ্যাকাডেমির চারটি স্টুডিওর কাজ

January 4, 2022 | < 1 min read

বারুইপুরে টেলি অ্যাকাডেমির স্টুডিও, প্রতীকী ছবি

ফেব্রুয়ারি মাসেই বারুইপুরে টেলি অ্যাকাডেমির চারটি স্টুডিওর ফ্লোরে জোরকদমে কাজ শুরু হয়ে যাবে। সোমবার দুপুরে বিধানসভার অধ্যক্ষ সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যরা টেলি অ্যাকাডেমির কাজ খতিয়ে দেখতে এসে এই কথা জানালেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সব কাজ প্রায় সম্পূর্ণ। ফেব্রুয়ারি মাসেই কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। এখন সিনেমার বাজার তেমন নেই। মানুষ টেলি সিরিয়াল-টেলিফিল্ম দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তাই এই অ্যাকাডেমির দরকার ছিল। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এই কাজ সম্ভব হল। বিধানসভার যুব ও ক্রীড়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এটি। যেমন ফ্লোরে শ্যুটিং হবে, তেমনই নতুন ছেলেমেয়েদের টেলিভিশনের জন্য এখান থেকেই তৈরি করা হবে।

জানা গিয়েছে, ১০ একর জমির উপর এই টেলি অ্যাকাডেমি নির্মাণ করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ১৩২.৫ কোটি টাকা। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কেএমডিএ কাজটি করেছে। চারটি অত্যাধুনিক স্টুডিও ছাড়া অভিনয়, টিভি সাংবাদিকতা, ডিরেকশন অ্যান্ড প্রোডাকশন, কন্টেন্ট রাইটিং, আর্ট ডিরেকশন ইত্যাদির ২ বছর ৪ মাসের পিজি ডিপ্লোমা কোর্স পড়ানো হবে। শিক্ষার্থীদের থাকার জন্য হস্টেলও রেডি করা হচ্ছে। ৪২ জন করে এই কোর্সে ভর্তি হতে পারবেন। হাতে কলমে প্রশিক্ষণের কাজ শেখানো হবে অ্যাকাডেমিতে। এদিন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য বিধায়ক জুন মালিয়া, ব্রজকিশোর গোস্বামী, কাঞ্চন মল্লিক, বিদেশ বসু, বিশাল লামা, অশোক দিন্দারা আসেন। ছিলেন বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার, বিডিও মোশারফ হোসেন সহ অন্যরা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কাজের হাল হকিকত জানতে সদস্যদের নিয়ে এক বৈঠকে বসেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Baruipur, #tele academy

আরো দেখুন