রাজ্য বিভাগে ফিরে যান

রোজভ্যালি কাণ্ডে সাধন-কন্যা শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই

January 4, 2022 | < 1 min read

বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি-কাণ্ডে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। সোমবার ভুবনেশ্বর আদালতে এই চার্জশিট জমা দিয়েছে তারা। শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ, তিনি রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে চীনে বেড়াতে গিয়েছিলেন। এছাড়া মন্দারমণিতে একটি হোটেল ও নাইট ক্লাবের ইন্টিরিয়র ডেকরেশনের জন্য শ্রেয়ার দুই সংস্থা কাজের বরাত নিয়েছিল। সেই কাজও শেষ করা হয়নি। কিন্তু সব মিলিয়ে রোজ ভ্যালির কাছ থেকে তিন থেকে চার কোটি টাকা শ্রেয়াদেবী নিয়েছেন বলে চর্জিশিটে দাবি করেছে সিবিআই। তদন্তকারীদের সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও এই খবরকে একেবারেই পাত্তা দিতে চাননি শ্রেয়াদেবী। তিনি বলেন, ‘‘আমি সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সংক্রান্ত কোনও চিঠি বা ফোন পাইনি। যদি সেরকম কিছু আসে, তবে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করব। আর এরকম অভিযোগ বা কথাবার্তা গত আট বছর ধরে অনেক শুনে আসছি। প্রতি বছরই একবার করে এসব ধুয়ো তোলা হয়। তাই এই খবরে মোটেও ঘাবড়াচ্ছি না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rose Vally, #CBI, #sadhan pandey, #Shreya Pandey

আরো দেখুন