কোভিড আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল, রয়েছেন বাড়িতেই

সোমবার দুপুরে নমুনা পরীক্ষা করা হয় লক্ষ্মীর। রাতে রিপোর্ট পজিটিভ আসে।

January 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল করোনা আক্রান্ত হয়েছেন। শরীরে মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তবে বাড়িতেই রয়েছেন বাংলা ও ভারতের প্রাক্তন ক্রিকেটার।

সোমবার দুপুরে নমুনা পরীক্ষা করা হয় লক্ষ্মীর। রাতে রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকে নিজের আবাসনের একটি আলাদা ফ্ল্যাটে নিভৃতবাসে রয়েছেন বাংলার অনূর্ধ্ব ২৩ দলের কোচ। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘‘জ্বর রয়েছে। তবে বাড়িতেই আছি আপাতত।’’

অন্য দিকে রবিবার রাতেই জানা গিয়েছে, বাংলা দলের সাত জন করোনা আক্রান্ত। এঁদের মধ্যে সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, গীত পুরি, কাজি জুনেইদ সইফিরা যেমন রয়েছেন, তেমনই করোনা আক্রান্ত সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীও। তবে কারও শরীরে কোনও উপসর্গ নেই।

দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্য়াও। সংক্রমণ ধরা পড়েছে ময়দানে। বেশ কয়েকটি দলের ফুটবলার আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত হয়ে গিয়েছে আই লিগ। কোপ পড়তে পারে অন্য খেলাতেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen