কলকাতা বিভাগে ফিরে যান

২ দিন নয়, সপ্তাহে তিন দিন কলকাতায় আসবে দিল্লি ও মুম্বই থেকে বিমান

January 4, 2022 | < 1 min read

দু’দিন নয়, সপ্তাহে তিনদিন মুম্বই এবং দিল্লি থেকে কলকাতায় বিমান অবতরণের অনুমতি দিল রাজ্য সরকার। 

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি সপ্তাহে সোমবার, বুধবার এবং শুক্রবার দিল্লি এবং মুম্বই থেকে উড়ান কলকাতায় নামতে পারবে। 

আগামিকাল (৫ জানুয়ারি) থেকেই সেই নয়া নির্দেশিকা প্রয়োজ্য হবে।

রবিবারই পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছিল, এবার থেকে সপ্তাহে দু’দিন (সোমবার এবং শুক্রবার) দিল্লি এবং মুম্বইয়ের বিমান পশ্চিমবঙ্গে নামতে পারবে। আগামী ৫ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

কলকাতার মতো যে দিল্লি এবং মুম্বইয়েও গত কয়েকদিনে করোনার সংক্রমণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেইসঙ্গে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও।

যদিও সেই সিদ্ধান্ত আদৌও কতটা কার্যকরী, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তারইমধ্যে পশ্চিমবঙ্গের তরফে জানানো হল, করোনা বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাও যাত্রীদের সমস্যার বিষয়টি বিবেচনা করে সপ্তাহে তিনদিন বিমান অবতরণের অনুমতি দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #covid 19, #Mumbai, #Omicron, #kolkata international airport

আরো দেখুন