আরটিপিসিআর টেস্ট রিপোর্টের অপেক্ষায় সাংসদ দেব, রুক্মিণীর রিপোর্ট নেগেটিভ

অসুস্থতার জল্পনা উড়িয়ে টুইটারে দেব লিখেছেন, ‘আমার করোনা আক্রান্ত হওয়ার গুঞ্জন আপাতত মিথ্যা। সকালে আরটিপিসিআর টেস্ট করিয়েছি। রাতে রিপোর্ট পাব।’

January 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর ঘুরপাক খাচ্ছে চারদিকে। বিষয়টি দেবের নজর এড়িয়ে যায়নি। তবে এই তথ্য যে ভুয়ো, তা নিজেই সকলকে জানিয়ে দিলেন ঘাটালের সাংসদ।

অসুস্থতার জল্পনা উড়িয়ে টুইটারে দেব লিখেছেন, ‘আমার করোনা আক্রান্ত হওয়ার গুঞ্জন আপাতত মিথ্যা। সকালে আরটিপিসিআর টেস্ট করিয়েছি। রাতে রিপোর্ট পাব।’

তাঁর জন্য উদ্বিগ্ন সকলকে আশ্বস্ত করেছেন দেব। পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তাঁদের। আপাতত তিনি রিপোর্ট হাতে পাননি ঠিকই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সকলকে সাবধানতা অবলম্বনের বার্তা দিয়েছেন। ‘একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি। আমরা লড়াই করছি। তাই সিনেমা, জনসভা, মেলা, জমায়েত পরেও করা যেতে পারে।’

জ্বরে আক্রান্ত হয়েছিলেন দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। সাবধান হতে করোনা পরীক্ষাও করিয়েছিলেন। রিপোর্ট নেগেটিভ আসে। দিন দু’য়েক আগে টুইটের মাধ্যমে রুক্মিণী সে কথা জানিয়েছিলেন অনুরাগীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen