← রাজ্য বিভাগে ফিরে যান
কোভিড পরিস্থিতি নিয়ে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক, থাকবেন মুখ্যমন্ত্রী
আজ, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। তবে তা হবে ভার্চুয়াল পদ্ধতিতে। নতুন বছরে এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ প্রায় ১০ জন মন্ত্রী বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন। কলকাতার কাছাকাছি থাকা মন্ত্রীরাই মূলত হাজির হবেন সশরীরে। বাকি সব মন্ত্রী যুক্ত থাকবেন অনলাইনে। প্রথমে ঠিক হয়েছিল, নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। পরে তা ছোট করে নবান্নের ১৪ তলার কনফারেন্স রুমে করা হবে বলে সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ চলার সময় এভাবেই ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল।
সূত্রের খবর, রাজ্যে বেড়ে চলা কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।