রাজ্য বিভাগে ফিরে যান

সংক্রমণ বাড়লে আরও কড়াকড়ি হবে বিধিনিষেধ, সতর্কবার্তা মমতার

January 6, 2022 | 2 min read

রাজ্যে করোনা সংক্রমণ বাড়লে বাড়তে পারে বিধিনিষেধের মাত্রা। বৃহস্পতিবার নবান্নে এক বিবৃতিতে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী সংক্রমণ রুখতে কড়া ভাবে করোনাবিধি মেনে চলার পরামর্শ দেন। তবে সাংবাদিকদের করা কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।

এদিন মমতা বলেন, ‘সবাই বলছে মহামারি হলে ৩ বছর ধরে তা চলে। কিন্তু আগামী ১৫টা দিন খুব গুরুত্বপূর্ণ। এই ১৫টা দিন ভালো করে টেক কেয়ার করুন। নিজেরা সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। বাজারটাজার গেলে হাত – পা না ধুয়ে বাড়িতে প্রবেশ করবেন না। যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরি মানুন। কারণ আমরা জীবন ও জীবিকা দুয়ের দিকে তাকিয়েই এই বিধিনিষেধ তৈরি করেছি। এতে যদি দেখি আরও বাড়ছে তখন আরও কড়া বিধিনিষেধ হতে পারে।’

তিনি বলেন, “পুলিশকে বলব একটু স্ট্রংলি হ্যান্ডেল করতে । আনেকে কথা শুনছে না, মাস্ক পরছেন না। এটা সবার ক্ষেত্রে হচ্ছে না। কিছু লোক আছেন, যাঁরা সব জানেন। রেস্তোরাঁয় ঢকার আগে মাস্কটা পকেটে ভরে নিচ্ছেন। জানেন সেখানে ঢুকতে দেবে না। কিন্তু রাস্তায় পরছে না। মাথায় রাখতে হবে, আমাদের বাঁচাতে পারি আমরাই। এখন পর্যন্ত আমরা ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ০৭ জনকে টিকাকরণ করতে পেরেছি। আগামী ১৫ দিন খুব ক্রুশিয়াল। এরপরও বাড়লে আরও কড়া বিধিনিষেধ হবে।”

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘জেনে বুঝেও অনেকে মাস্ক পরছেন না। অনেকে মাস্ক পকেটে নিয়ে ঘুরছেন আর যেখানে মাস্ক ছাড়া ঢুকতে দেবে না শুধু সেখানেই পরছেন। পুলিশকে বলবো একটু কড়া হতে। তবে ধরপাকড় করে সমস্যার সমাধান হবে। মানুষকে সচেতন হতে হবে।’

এদিন তিনি আরও বলেন, “আমার কোভিড হয়ে গিয়েছে। এগুলো না জেনে, এটা ঠিক নয়। পরে অবশ্য ঠিক করেছে।” তিনি বলেন, এই ৭-৮ দিনে ৪৫ হাজার টেসট্ করে পজিটিভ পাওয়া গিয়েছে। যাঁরা হাসপাতালে অ্যাফোর্ড করার ক্ষমতা রয়েছে। কোভিড হাসপাতালের জন্য ১৯৪টি হাসপাতালে আইডেন্টিফাই করেছি।”

তিনি বলেন, “আমি যে আসব অফিসে, আমার গাড়ির দু’জন চালক করোনায় আক্রান্ত। সুতরাং এই পরিস্থিতি। বেটার টু ওয়ার্ক ফ্রম হোম। পিএম-এর সঙ্গে বৈঠক আছে। কালীঘাটের অফিস থেকে করব।”

মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) বলেন, “এই রোগটা মারাত্মক নয়। তবে স্প্রেড করছে খুব বেশি। আমি এমন পরিচিত অনেককেই দেখেছি, ১০ জনের মধ্যে ১০ জনেরই হয়েছে। বাড়িতে কারও হলে আমার যে আইসোলেশনে থাকা উচিত, সেটা মনে রাখা উচিত।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nabanna, #covid-19

আরো দেখুন