রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে ঢুকতে গেলে বাধ্যতামূলক আরটিপিসিআর পরীক্ষা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

January 6, 2022 | < 1 min read

ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের জন্য বাধ্যতামূলকভাবে করতে হবে আরটি-পিসিআর পরীক্ষা। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আন্তঃরাজ্য যে সীমান্তগুলি আছে, সেখানে আরটি-পিসিআর টেস্ট মাস্ট (বাধ্যতামূলক)। এত লোক পাবে কিনা জানি না, দরকার হলে ভলান্টিয়ার্স, স্থানীয় ছেলেমেয়েদের নিয়োগ করা যেতে পারে।’

তবে যাঁরা করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন, তাঁদেরও ক্ষেত্রেও আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক কিনা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি মমতা।

সেক্ষেত্রে রাজ্যের সব দূরপাল্লার স্টেশন, সড়কপথ, বিমানবন্দরেই আরটি-পিসিআর টেস্ট করা হবে নাকি যাত্রীদের টেস্ট করিয়ে আসতে হবে, সে বিষয়েও রাজ্যের তরফে আপাতত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। 

তারইমধ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাই বলছেন, মহামারী হলে তিন বছর তা চলে। কিন্তু আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। এই ১৫ দিন ভালো করে টেক কেয়ার করুন। নিজেরা সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। বাজার গেলে হাত-পা না ধুয়ে বাড়িতে প্রবেশ করবেন না। যে বিধিনিষেধগুলি দেওয়া হয়েছে সেগুলি, পুরোপুরি মানুন। কারণ আমরা জীবন ও জীবিকা – দুইয়ের দিকে তাকিয়েই এই বিধিনিষেধ তৈরি করেছি। এতে যদি দেখি আরও বাড়ছে তখন আরও কড়া বিধিনিষেধ হতে পারে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘জেনেবুঝেও অনেকে মাস্ক পরছেন না। অনেকে মাস্ক পকেটে নিয়ে ঘুরছেন আর যেখানে মাস্ক ছাড়া ঢুকতে দেবে না, শুধু সেখানেই পরছেন। পুলিশকে বলব, একটু কড়া হতে। তবে ধরপাকড় করে সমস্যার সমাধান হবে না। মানুষকে সচেতন হতে হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Covid Test, #RTPCR, #West Bengal

আরো দেখুন