অনিশ্চিত বইমেলা, তবুও আশায় বুক বেঁধে শুরু হতে চলেছে লটারি
এবার হবে তো? কলকাতা বইমেলা নিয়ে আশঙ্কাজনিত প্রশ্ন তামাম বইপ্রেমীর।
৩১ জানুয়ারি শুরু হওয়ার কথা, কিন্তু রোজ রোজ যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা অমূলক নয়। অবশ্য একই সময়ে যেখানে গঙ্গাসাগর মেলার মতো বিশাল জমায়েতের ‘অনুষ্ঠান’ বাতিল হয়নি, বইমেলাও তাই হবে, এই আশায় বুক বাঁধছেন পাঠক-প্রকাশক-লেখক সবাই। এই আশাতে ভর করেই লটারি শুরু করতে চলেছে বইমেলা কর্তৃপক্ষ। তবে গোড়া থেকেই সাবধানতা অবলম্বনের দিকে কড়া নজর দেওয়া হয়েছে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে জানিয়েছেন, মেলার জন্য বরাদ্দ এলাকা বাড়ার কোনও সম্ভাবনাই নেই। আবার প্রকাশকদের খুশি রাখতে স্টলও কমানো যাবে না। উপায় তাই স্টলের জায়গা কমানো। এ কারণে বইমেলায় এবার সবক’টি স্টলই হবে খানিকটা ছোট। তাতে অবশ্য চলাফেরার পথ প্রশস্ত হবে। অন্যান্যবার স্টলগুলো ১০০ থেকে ১৬০০ বর্গফুট জায়গা নিয়ে বসত। এবার তা হয়েছে৬৭ থেকে ১০৫০ বর্গফুট। জানা গেছে, এবার মেলায় থাকবে সাত রকম মাপের স্টল। অন্যবার লটারিতে টোকেন তুলে নিয়ে নিজের সময় অনুযায়ী স্টল বাছাই করা যেত। এবার তা হবে না। এবার আগে থেকেই স্টল সাজানোর বিষয়টি সেরে নেওয়া হয়েছে। দিন দুয়েকের মধ্যে স্টল বণ্টনের কাজও হয়ে যাবে। তবে শেষ অবধি বাঙালির সাধের বইমেলা হবে কি না তা জানা যাবে এই সপ্তাহের মধ্যেই। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চ্যাটার্জি জানিয়েছেন, চলতি সপ্তাহেই সম্ভবত রাজ্য সরকার এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ দেবে।