জন্মদিনে ‘বিক্রম বেদা’র ফার্স্ট লুক শেয়ার করলেন হৃতিক, উচ্ছ্বসিত ভক্তরা

পরনে সবুজ রঙের কুর্তা। উসকো-খুশকো চুল। চোখে কালো চশমা। মাথা থেকে ঝরছে রক্ত। গায়েও লেগে রক্তের দাগ। একেবারে

January 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মাঝে কয়েক মাসের বিরতি।

জন্মদিনে অনুরাগীদের চমক দিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। প্রকাশ্যে তাঁর আগামী ছবি ‘বিক্রম বেদা’র ফার্স্ট লুক। সুপারহিট তামিল ছবির হিন্দি রিমেকে মূল চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। ফার্স্ট লুকে উচ্ছ্বসিত অনুরাগীরা।

বিক্রম বেদা আদতে তামিল ছবি। তারই রিমেক হচ্ছে বলিউডে। একজন গ্যাংস্টারের সঙ্গে সাক্ষাতের পর কীভাবে সৎ পুলিশ অফিসারের দৃষ্টিভঙ্গি বদলে যায়, তারই প্রতিফলন ‘বিক্রম বেদা’য় তুলে ধরবেন পরিচালক। ছবিতে সৎ পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। গ্যাংস্টার হৃতিক রোশন। সইফ আলি খানের স্ত্রীর চরিত্রে রাধিকা আপ্তেকে দেখা যাবে। মূলত বিদেশেই ছবির শুটিং হওয়ার কথা। ছবিটি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা।

এদিকে, পথ আলাদা হলেও, হৃতিকের ৪৮তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুজান খান। সন্তানদের সঙ্গে হৃত্বিকের কিছু ছবি একটি ভিডিও আকারে শেয়ার করেছেন তিনি। বাবা হিসাবে হৃত্বিককে পেয়ে তাঁর দুই ছেলে মুগ্ধ বলে উল্লেখ করেছেন সুজান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen