কলকাতা বিভাগে ফিরে যান

মাটির নীচে তার ৭ দিনে, পুরসভা চাইল পরিকল্পনা

June 3, 2020 | < 1 min read

সাত দিনের মধ্যে মাটির নীচ দিয়ে কী ভাবে তার নিয়ে যাওয়া যায়, সে পরিকল্পনা পুরসভায় জমা করতে হবে কেবল অপারেটরদের। মঙ্গলবার রাতে এ কথা জানিয়েছেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ‘ব্যবসা করব অথচ সামাজিক দায়িত্ব নেব না, এমন তো হতে পারে না! অপারেটরদের জমা দেওয়া প্ল্যান দেখে তাঁদের কাজ করার অনুমতি দেবে পুরসভা।’

উম্পুনের তাণ্ডবের পরে শহর পরিদর্শনে বেরিয়ে পুরকর্তাদের নজরে আসে, ওয়াইফাই-সহ অপটিক ফাইবার মাটির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে শহরজুড়ে। দ্রুত সেই তার না-সরালে তা কেটে দেওয়া হবে বলে জানিয়েছেন পুর প্রশাসক। বহু বছর ধরেই পুরসভা বলে আসছে, কলকাতার দৃশ্যদূষণ ঘটাচ্ছে এই তারের জঞ্জাল। কেবলের তারের পাশাপাশি কিছু জায়গায় অপটিক ফাইবার রয়েছে। অভিযোগ, বেশ কিছু অব্যবহৃত তারও ফেলে রাখছেন কেবল অপারেটররা।

মাটির নীচে তার ৭ দিনে, পুরসভা চাইল পরিকল্পনা

তবে এতদিন এ নিয়ে কঠোর পদক্ষেপ না-নেওয়া হলেও, এ বার আর পুরসভা হাত গুটিয়ে বসে থাকবে না, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। ফিরহাদ বলেন, ‘তিন বছর ধরে বলা হয়েছে। কিন্তু পরিস্থিতির কোনও বদল হয়নি। তাই এ বার ব্যবস্থা না-নিলে কড়া পদক্ষেপ করা হবে।’

দিনকয়েক আগেই শহরের রাস্তার পোল থেকে দ্রুত ওই সব তার খুলে নেওয়ার আর্জি জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিল কলকাতা পুরসভা। তাতে বলা হয়, কেবল অপারেটররা তারের জঙ্গল খুলে না-নিলে প্রয়োজনে পুরসভা সে সব কেটে দেবে। পুরসভার এক অধিকারিক বলছেন, ‘উম্পুনে যত পোল নষ্ট হয়েছে, তার একটা বড় অংশে কেবল টিভির তার জড়িয়ে থাকায় বিপত্তি আরও বেড়েছে।’ পুরসভা সূত্রে খবর, ওই হুঁশিয়ারি বিজ্ঞাপনে কাজের কাজ কিছু না হওয়ায় সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata corporation, #underground cable wire

আরো দেখুন