← রাজ্য বিভাগে ফিরে যান
দুই বছর পরও সিএএ লাগু হল না, ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরেই
একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ-বিজেপিতে শুরু হয়েছে গোষ্ঠীকোন্দল। প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন দলের নেতারা। পাশাপাশি রাজ্য কমিটিতে মতুয়া কমিটি না থাকায় দলের অন্দরে নতুন করে শুরু হয়েছে ‘বিদ্রোহ’। হিড়িক পড়ে গিয়েছে হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার। এরই মধ্যে এবার সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিল বঙ্গ বিজেপির উদ্বাস্তু সেল।
তাদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও নাগরিকত্ব সংশোধনী আইন এখনও চালু করতে পারেনি কেন্দ্রীয় সরকার। গত ২৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রকের উপমন্ত্রী নিত্যানন্দ রাই একটি লিখিত বয়ানে লোকসভাতে জানান, যে সংশোধনী আইন বিধি তৈরির জন্য সময় বাড়ানো হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়েছে ১২ ডিসেম্বর ২০১৯-এ। কিন্তু পর পর চারবার বিধি তৈরির জন্য সময় চেয়েও প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হল কেন্দ্রের মোদী সরকার।