খেলা বিভাগে ফিরে যান

নাইটদের পরবর্তী অধিনায়ক কি শ্রেয়স? জল্পনা তুঙ্গে

January 11, 2022 | 2 min read

দলের দীর্ঘদিনের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে আগামী মরশুমের জন্য ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালস। এবার শ্রেয়সকে দলের অধিনায়ক করতে আগ্রহ দেখাল কলকাতা নাইট রাইডার্স। একটি রিপোর্ট অনুযায়ী, তরুণ এই ভারতীয়ের হাতেই এবার দলের দায়িত্ব তুলে দিতে চান KKR কর্তারা।

গৌতম গম্ভীর দায়িত্ব ছাড়ার পরে কলকাতা নাইট রাইডার্সকে অধিনায়ক সমস্যায় ভুগেছে। দীনেশ কার্তিক, ইয়ন মরগ্যান কেউই লম্বা রেসের ঘোড়া হননি। অন্য দলগুলো যখন অধিনায়ক হিসেবে একজনকে পাকাপাকি রেখে দিচ্ছে সেখানে KKR গুছিয়ে উঠতে পারেনি এতদিনে। তাই আগামী মরশুম থেকেই সেই খামতি মেটাতে চাইছে তারা।

দিল্লি ক্যাপিটালস দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। চোটের কারণে তিনি গত IPL-এর প্রথম পর্ব খেলেননি, তখন অধিনায়কত্বের ভার তুলে দেওয়া ঋষভ পন্থকে। এরপর দ্বিতীয় লেগেও ঋষভের উপরেই ভরসা রাখে ম্যানেজমেন্ট। আগামীতেও ঋষভের উপরেই ভরসা রাখার কথা জানায় দিল্লি। এরপরই দল ছাড়ার সিদ্ধান্ত নেন শ্রেয়স। তবে শোনা যাচ্ছিল তিনি নতুন দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোনও একটিতে যোগ দিতে পারেন। সম্প্রতি জানা যায়, লখনউ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক নির্বাচন করেছে যথাক্রমে কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়াকে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও।

অন্যদিকে KKR গৌতম গম্ভীরের পরে দীনেশ কার্তিককে অধিনায়ক নির্বাচিত করে। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হন তিনি। মাঝপথেই কার্তিকের থেকে অধিনায়কত্ব যায় ইয়ন মরগ্যানের কাছে। গত মরশুমে প্রথম পর্বে KKR হতাশাজনক পারফরম্যান্স করেছিল। এরপর দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ায়। কিন্তু অধিনায়কের ব্যাট থেকে কোনও ইনিংসই আসেনি। দ্বিতীয় পর্বে দলের হয়ে দাগ কেটেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। যার ফলস্বরূপ IPL ফাইনালে ওঠে KKR।

IPL-এ শ্রেয়সের রেকর্ড চমকপ্রদ। অধিনায়ক হিসেবে ২০২০ সালে তিনি দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে নিয়ে যান। তিনি ২০২০-র IPL-এ চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হন। মোট রান ছিল ৫১৯। গড় ৩৪.৬০। এখনও পর্যন্ত তিনি IPL-এ ৮৭ টা ম্যাচ খেলেছেন। করেছেন ২৩৭৫ রান। গড় ৩১.৬৭। স্ট্রাইক রেট ১২৫-এর আশপাশে। গত IPL-এ চোট সারিয়ে ফিতে তিনি ৮ ম্যাচে ১৭৫ রান করেছেন।

গতমাসে জাতীয় টেস্ট দলে অভিষেক হয় শ্রেয়স আইয়ারের। নেমেই শতরান করেন তিনি। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন তিনি। টেস্টে দলের সঙ্গে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL 2022, #Shreyas Iyer, #Kolkata Knight Riders

আরো দেখুন