← কলকাতা বিভাগে ফিরে যান
করোনা ত্রাস – সাইকেলে অফিস যাওয়ার ধুম শহরে
গণপরিবহণে ভরসা নয়, নতুন ছবি কলকাতার রাস্তায়। অফিস টাইমে রাস্তায় ছুটছে ঝাঁকে ঝাঁকে সাইকেল। সাইকেল নিয়েই অফিসমুখী।
আনলক ডে-র প্রথম থেকেই অভিযোগ উঠছিল, রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস নেই। বাস থাকলেও তা স্ট্যান্ড থেকেই নির্দিষ্ট সংখ্যক যাত্রীতে ভরে যাচ্ছে।
ফলে মাঝরাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছিল অফিসফেরত যাত্রীদের।
সকলের তো আর ‘প্রাইভেট কার’ নেই, তাই সাইকেলই ভরসা! সাইকেল করেই রাস্তায় বেরিয়ে পড়েছেন অফিসযাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা সাইকেল চালিয়েই অফিস পৌঁছছেন চাকুরিজীবীরা।
লকডাউনে এ এক অন্য চিত্র ধরা পড়ল কলকাতার রাস্তায়।