দেশ বিভাগে ফিরে যান

করোনা আবহে ফের বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা

January 11, 2022 | < 1 min read

২০২১-২০২২ আর্থিক বছরের আয়কর (Income Tax Returns Deadline) জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রের অর্থমন্ত্রক মঙ্গলবার একটি নোটিসে সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে। কোভিডের সময় করদাতাদের বিভিন্ন সমস্যা এবং আর্থিক পরিস্থিতির দিক মাথায় রেখেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ঠিক হয়েছে, করদাতারা ১৫ মার্চ ২০২২ পর্যন্ত আয়কর জমা দেওয়ার সুযোগ পাবেন।

করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে এর আগেই বিভিন্ন করদাতারা আয়কর দপ্তর এবং কেন্দ্রের অর্থমন্ত্রকে আবেদন করে। আবেদন করে দাবি করে, অডিট রিপোর্ট জমা এবং আয়কর জমা দেওয়ার শেষ তারিখ বদলানো হোক। সময়সীমা বাড়ানোর দাবি করেন আয়কর দাতারা। করদাতাদের সেই দাবির কথা মাথায় রেখেই আয়কর জমা দেওয়ার তারিখ চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। অর্থমন্ত্রকের নোটিসে তিনটি চূড়ান্ত তারিখের কথা জানানো হয়েছে। এর মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২। বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত কর জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২। বার্ষিক আয়ের উপর কর জমা দেওয়ার শেষ তারিখ ঠিক হয়েছে ১৫ মার্চ ২০২২।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #central government, #Income tax, #Income Tax Returns

আরো দেখুন