দেশ বিভাগে ফিরে যান

ধর্ম সংসদে ঘৃণাভাষণ সংক্রান্ত প্রশ্ন শুনেই মেজাজ হারালেন বিজেপি মন্ত্রী, ছিনিয়ে নিলেন সাংবাদিকের মাস্ক

January 11, 2022 | < 1 min read

সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিন্দুদের অস্ত্র ধরার আহ্বান জানান হয়েছিল হরিদ্বারের ধর্ম সংসদে। ধর্মীয় নেতারা সেই ধর্মসভায় বলেছিলেন, মুসলিম হমকির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হিন্দুদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। তাঁরা ঘুরপথে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যারই ডাক দিয়েছিলেন। যা নিয়ে ইতিমধ্যেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এবার ধর্ম সংসদে বিদ্বেষমূলক মন্তব্য সংক্রান্ত প্রশ্ন শুনে মেজাজ হারালেন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের মন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তেড়ে গেলেন প্রশ্নকর্তার দিকে। এক ঝটকায় ছিনিয়ে নিলেন মাস্কও। পাশাপাশি সাক্ষাৎকারের অংশ ডিলিট করার জন্য চাপ দিতে দেখা যায় তাঁকে।

প্রসঙ্গত, কেশব প্রসাদ মৌর্যের সাক্ষাৎকার নিচ্ছিল বিবিসি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, বিবিসির সাংবাদিক ওই নেতার কাছে জানতে চান, কী কারণে ধর্মসংসদের আয়োজন এবং ওই বিতর্কিত মন্তব্যের পরেও দলের শীর্ষনেতারা কেন চুপ? আর এই প্রশ্ন শুনেই মেজাজ হারিয়ে ফেলেন যোগী মন্ত্রিসভার শীর্ষস্থানীয় মন্ত্রী। চেয়ার ছেড়ে বিবিসির ওই সাংবাদিকের দিকে তেড়ে গিয়ে তাঁর মাস্ক ছিনিয়ে নেন তিনি। মাইক খুলে ফেলে বলেন, আপনি মোটেই একজন সাংবাদিকের মতো প্রশ্ন করছেন না। আপনি বিশেষ কোনও এজেন্টের হয়ে দালালি করতে এসেছেন। যা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #bjp, #Keshav Prasad Maurya

আরো দেখুন