করোনার আবহে সাধারণতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে
করোনার জেরে এবারও ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজ নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে এই সময়ে অর্থাৎ জানুয়ারি মাসের গোড়ায় এই কুচকাওয়াজের মহড়া শুরু হয়ে যায়। হাতে আর মাত্র দু’সপ্তাহ। কিন্তু এখনও পর্যন্ত এই মহড়া শুরু হয়নি। সত্যি কথা বলতে, এনিয়ে কলকাতা পুলিসের কাছে কোনও খবর নেই। আদৌ এবার এই কুচকাওয়াজ হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। রেড রোডে এই কুচকাওয়াজের উদ্যোক্তা ভারতীয় সেনাবাহিনী।
সেনার উদ্যোগে হওয়া এই কুচকাওয়াজে কলকাতা পুলিস, রাজ্য পুলিসের পাশাপাশি আরপিএফ, সিআইএসএফ, সিআরপি, বিএসএফের মতো কেন্দ্রীয় বাহিনী অংশ নেয়। এছাড়াও রাজ্যের বাছাই করা স্কুল, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বাছাই করা ট্যাবলো এতে অংশ নেয়।উল্লেখ্য, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে কলকাতার রেড রোডের এই অনুষ্ঠানই রাজ্যের মূল অনুষ্ঠান। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উপস্থিত থাকেন। তেমনি সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালও উপস্থিত থাকেন। এবার সেনার পক্ষ থেকে লালবাজারে এই সংক্রান্ত কোনও বার্তা এসে পৌঁছয়নি। এই প্রসঙ্গে কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও এনিয়ে আমাদের কাছে কোনও খবর নেই। তবে কলকাতা পুলিসের এক সূত্র জানিয়েছে, গত বছর এই করোনার জন্য মাত্র দু’দিনের মহড়ায় কার্যত নমো নমো করে এই কুচকাওয়াজ হয়েছিল। তবে দর্শকদের প্রবেশাধিকার তাতে ছিল না। এবারও তেমনটাই হতে পারে। সবটাই নির্ভর করছে রাজ্যের করোনার গতিপ্রকৃতি আর সেনাবাহিনীর ওপর। এই প্রসঙ্গে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের মুখপাত্র মনদীপ হুডার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়টি রাজ্য সরকার দেখে।