সপরিবারে করোনা আক্রান্ত গায়ক রূপম ইসলাম

রূপমের হালকা জ্বর। রূপসার জ্বর নেই। কিন্তু ছেলের ধূম জ্বর। হাল্কা সর্দি-কাশি রয়েছে তিন জনেরই। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া শুরু করে দিয়েছেন।

January 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাড়ির বাইরে পা দেননি সাত দিন। তার পরেও করোনায় আক্রান্ত রূপম ইসলাম। শুধু তিনি নন, তাঁর স্ত্রী রূপসা এবং ছেলে রূপও একই রোগে আক্রান্ত। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিন জন। মঙ্গলবার সকালে আরটিপিসিআর পরীক্ষা করিয়েছিলেন তাঁরা। রাতেই রিপোর্ট পেয়েছেন।

রূপমের হালকা জ্বর। রূপসার জ্বর নেই। কিন্তু ছেলের ধূম জ্বর। হাল্কা সর্দি-কাশি রয়েছে তিন জনেরই। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া শুরু করে দিয়েছেন।

সংবাদ মাধ্যমকে রূপম বললেন, ‘‘আমাদের স্টুডিয়োয় তিন জন কোভিড পজিটিভ হওয়ায় আমরা গৃহবন্দি হয়ে গিয়েছি অনেক দিন আগেই। কারও সঙ্গে দেখা হয়নি। তাই কাউকে আর আলাদা করে সতর্ক করার প্রয়োজন পড়েনি।’’

রূপমের বাড়িতে তাঁদের পরিচারিকা রয়েছেন। যদিও তাঁর তিন মাসেই আগেই কোভিড হয়েছে বলে চিকিৎক জানিয়েছেন, তাঁর কোনও বিপদ নেই। তিনিই আপাতত সাহায্য করছেন রূপমের পরিবারকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen