দেশের কর্মসংস্থান তলানিতে, মোদী-শাহকে নিশানা বাবুল সুপ্রিয়র
এক সময় তিনি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম আস্থাভাজন, সেই ‘নয়নের মণি’ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এখন তৃণমূলে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ইস্তক প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন বারবার। এর আগে বাবুল বলেছেন, “আমার মনে হয়, প্রধানমন্ত্রী বাঙালিদের পছন্দ করেন না। তাই গত ৭ বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি।” আর এবার মোদী-শাহকে বাবুল টার্গেট করলেন দেশের কর্মসংস্থান নিয়ে।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। দলবদল করার পর বেশ কিছুদিন প্রধানমন্ত্রী বা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তাঁকে কিছু বলতে শোনা না গেলেও ধীরে-ধীরে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক যত আত্মিক হয়েছে, ততই বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন তিনি। সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তোপ দেগেছেন। যে বাবুল বরাবরই প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, সেই তিনিই বাঙালি-বিরোধী তকমা দেন প্রধানমন্ত্রীকে।