কলকাতা বিভাগে ফিরে যান

লকডাউন কাটিয়ে ফের কলকাতায় পার্কিং চালু হচ্ছে ৫ জুন থেকে

June 3, 2020 | < 1 min read

লকডাউন কাটিয়ে ফের কলকাতায় পার্কিং চালু হচ্ছে ৫ জুন থেকে। লকডাউন জড়তা কাটিয়ে শুক্রবার থেকে শহরে ফিরছে পার্কিং। করোনা আবহে ২৩ মার্চ থেকে বন্ধ ছিল সমস্ত ধরনের পার্কিং। শুনশান রাস্তার কলকাতা শহর ছিল অচেনা কল্লোলিনী তিলোত্তমা। রাস্তায় যান নেই কাজেই পার্কিং বা পার্কিং ফি ছিল না লকডাউনের সময়ে। লকডাউনের ৪টে ফেজ কাটিয়ে শহর এখন ফের স্বাভাবিকের পথে হাঁটার চেষ্টা করে যাচ্ছে। ফের পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছে সিটি অফ জয়।

 মূল রাস্তা ১৮৫০ কিলোমিটার। কলকাতার প্রায় সব রাস্তাতেই গাছ পড়ে রাস্তা বন্ধ ছিল বেশ কয়েকদিন।

লকডাউন কাটিয়ে ফের কলকাতায় পার্কিং চালু হচ্ছে ৫ জুন থেকে

করোনা, লকডাউনের পর আম্পানে শহরে উপরে পড়ে প্রায় ১৫৫০০ গাছ। অনেক রাস্তাই বন্ধ হয়ে পরে। রাস্তা পরিষ্কারের পর যানবাহন বাড়ার সঙ্গে শহরের পার্কিং সমস্যাও বাড়ছে দ্রুত। বুধবার কলকাতা পুরসভার প্রশাসক গোষ্ঠীর অন্যতম সদস্য দেবাশিস কুমার জানান, “৫ জুন থেকে কলকাতায় ফের পুরোদমে শুরু হবে পার্কিং ব্যবস্থা। কনটেইনমেন্ট জোনের মধ্যে কোনও পার্কিং এখন চালু হবে না।” কলকাতা পুরসভা সূত্রে খবর, পার্কিং থেকে বছরে আয় ২০ কোটি টাকা। লকডাউনের সময়কালে ৩.৫ কোটি টাকারও বেশি পার্কিং থেকে আয় কমেছে। আনলক ১ এর ৪ দিন দেখে পার্কিং আবারও শুরু করার সিদ্ধান্ত পুরসভার। কলকাতা পুলিশের সঙ্গে আলোচনার পর পার্কিং শুরুর সিদ্ধান্ত। কনটেনমেন্ট জোনের সংখ্যা কমলে পার্কিং পুরোদমে চালু হবে শহরে, বলে জানান দেবাশিস কুমার ।

TwitterFacebookWhatsAppEmailShare

#lock down, #Parking, #Kolkata

আরো দেখুন