কাদা ছোড়াছুড়ি বন্ধ রাখুন না হলে কড়া ব্যবস্থা, দলীয় নেতাদের বার্তা পার্থর

নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের সতর্ক করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়

January 15, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের (Kalyan Banerjee) সতর্ক করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) মহাসচিব তথা দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) ৷ স্পষ্ট করে দিলেন, আজকের পর থেকে দলের কোনও সদস্য প্রকাশ্যে এমন কোনও বিবৃতি দিতে পারবেন না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়৷ যদি এই নির্দেশ না মানা হয়, তাহলে শৃ্ঙ্খলারক্ষা কমিটি দলকে প্রস্তাব দেবে  সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে কঠোর থেকে কঠোর পদক্ষেপ করার জন্য৷

দিনদুয়েক ধরে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে  ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়৷ কল্যাণ সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যকে দল বিরোধী বলে কটাক্ষ করেন৷ তারপরেই কল্যাণের বিরুদ্ধে মুখ খোলেন দলের মুখপাত্র তথা দলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ৷ শিরদাড়া বেয়ে বিতর্ক উপরে ওঠার আগেই তাতে ঘি ঢালতে শুরু করেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার৷ কল্যাণকে লোকসভার মুখ্যসচেতকের পদ থেকে সরানোর দাবি তোলেন তিনি৷ এর পাশাপাশি তৃণমূলের আরও সমর্থক-কর্মীরা কল্যাণের বিরুদ্ধে সরব হন৷ সোশ্যাল মিডিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন৷

পুরভোটের আগে কোথাও যেন তৃণমূলের একটি অংশে তাল কাটছে বলে মনে হয়৷ বিষয়টি জানানো হয় দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে৷ পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃ্ত্বাধীন কমিটি৷ তারপরই পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন,  ভবিষ্যতে শৃ্ঙ্খলা ভাঙলে কঠোর পদক্ষেপ করা হবে৷ আগামিদিনে এজাতীয় বিবৃতি প্রকাশ্যে দিলে দল যে কঠোর পদক্ষেপ করবে সেটাও বুঝিয়ে দেন তিনি৷

প্রসঙ্গত, গতকালই লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিটি সাংসদকে নির্দেশ দিয়েছিলেন প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে  অবশ্যই যেন দলের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়৷ তারপরই শৃঙ্খলারক্ষা কমিটি বুঝিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কোনও অন্যায়কে সহ্য করবে না, অন্যায় প্রশ্রয় দেবে না৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen