অনলাইনেই দেওয়া যাবে উচ্চ মাধ্যমিক সংক্রান্ত যাবতীয় ফি
এবার থেকে উচ্চ মাধ্যমিকের যাবতীয় ফি দেওয়া যাবে অনলাইনেই। শনিবার তা জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ফি জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা বাড়িয়েছিল তারা। এবার আরও এক ধাপ এগিয়ে সবার সুবিধার জন্য অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করে দিল সংসদ। এর মাধ্যমে পরীক্ষার রেজিস্ট্রেশন ফি, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফি এবং দ্বাদশ শ্রেণির এনরোলমেন্ট ফি জমা দিতে পারবে স্কুলগুলি। বহু ব্যাঙ্কে কর্মীরা করোনা আক্রান্ত হয়েছেন। শিক্ষাকর্মীরাও অনেকে আক্রান্ত। তাই ব্যাঙ্কের মাধ্যমে ফি জমা দেওয়ায় সমস্যা হচ্ছিল। সেই কথা মাথায় রেখেই একটি স্থায়ী বন্দোবস্ত করে দিল সংসদ। তাদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষকরা। সংসদের নিজস্ব ওয়েবসাইট www.wbchse.nic.in-এ গিয়ে কয়েকটি ধাপ অনুসরণ করে এই ফি জমা দিতে পারবে স্কুলগুলি।