মৃত্যুর কোলেই ঢলে পড়ল পৃথিবীর কনিষ্ঠতম করোনা জয়ী

বিশ্বের কনিষ্ঠতম করোনাজয়ী সে। মাত্র পাঁচদিন বয়সে করোনায় আক্রান্ত হয়েছিল এই খুদে। সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছিল সে। আজ ফিলিপিন্সের সেই শিশু বেবি কোবের মৃত্যু হল। কোবের কাকিমা তার মৃত্যুর কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন।

June 4, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিশ্বের কনিষ্ঠতম করোনাজয়ী সে। মাত্র পাঁচদিন বয়সে করোনায় আক্রান্ত হয়েছিল এই খুদে। সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছিল সে। আজ ফিলিপিন্সের সেই শিশু বেবি কোবের মৃত্যু হল। কোবের কাকিমা তার মৃত্যুর কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন।

মৃত্যুর কোলেই ঢলে পড়ল পৃথিবীর কনিষ্ঠতম করোনা জয়ী

গত ৫ এপ্রিল কোবে যখন করোনায় আক্রান্ত হয় তখন তার বয়েস ছিল ৫ দিন। ২৩ দিন হাসপাতালে থাকার পর চিকিৎসকরা তাঁকে ছুটিও দিয়ে দিয়েছিল। তার পরেও ১৪ দিন তাকে কোয়ারেন্টাইনে থাকতে হয়। কিন্তু দিন তিনেক আগেই তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। ধূম জ্বর এবং পেট খারাপের উপসর্গ ছিল তার শরীরে।

চিকিৎসকেরা বারবারই বলে আসছেন করোনায় সবচেয়ে বেশি ভয় শিশু এবং বয়স্কদের। কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনায় কম থাকে। এক্ষেত্রে বেবি কোবে পুনরায় করোনায় আক্রান্ত হয়েছিল কিনা তা জানা যায়নি। করোনা পরীক্ষা করেছেন চিকিৎসকরা। পরিবারের তরফে তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen