মার্চেই ভারতে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ

কেন্দ্র মনে করছে, মার্চের আগেই সিংহভাগ কিশোর-কিশোরী টিকা পেয়ে যাবে।

January 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

৩ জানুয়ারি থেকে ভারতে ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিন (Covid Vaccination) দেওয়া শুরু হয়েছে। কিশোর-কিশোরীদের ভ্যাকসিনেশনের গতিও বেশ সন্তোষজনক। কেন্দ্র মনে করছে, মার্চের আগেই সিংহভাগ কিশোর-কিশোরী টিকা পেয়ে যাবে। এই পরিস্থিতিতে ১২ থেকে ১৪ বছর বয়সীদের ভ্যাকসিনেশন শুরু করার কথা ভাবছে স্বাস্থ্যমন্ত্রক। মার্চেই ভারতে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা (Covid19) টিকাকরণ।

ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমুউনাইজেশন-এর চেয়ারম্যান ডাঃ এনকে অরোরা জানিয়েছেন, মার্চ থেকে ভারতে ১২-১৪ বয়সীদের টিকাকরণ শুরু হতে পারে। ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের গতি এবং কতজনকে টিকাকরণ করা হয়েছে, তা মাথায় রেখেই দিনক্ষণ ঠিক করা হবে। সূত্রের খবর, ভ্যাকসিনেশনের দিনক্ষণ ঠিক হয়ে গেলেই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় বিষয়।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ইতিমধ্যে দেশে ৩.৫ কোটির বেশি কিশোর-কিশোরী (১৫ থেকে ১৮ বছরের মধ্যে) ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। কো-উইন পোর্টালের তথ্য অনুসারে, সোমবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ৩ কোটি ৬৯ লক্ষ ৯৬ হাজার ৯২৫ জন টিকাকরণের জন্য নথিভুক্ত হয়েছেন। আরও প্রায় ৪ কোটি ভ্যাকসিন ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হবে। তার পর ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে।

দেশে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। করোনা পজিটিভিটি রেট ১৯.৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৪৬১ জন। মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২০৯।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen