দেশ বিভাগে ফিরে যান

পঁচাত্তর বছরে এই প্রথম পিছোল সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময়

January 18, 2022 | < 1 min read

স্বাধীনতার ৭৫ বছরে এই প্রথমবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ (Republic Day parade) শুরু হবে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরে (Republic Day parade delay)। প্রতি বছর কুচকাওয়াজ শুরু হয় সকাল ১০ টায়। এই বছর করোনার বিধিনিষেধ ও জম্মু-কাশ্মীরে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সাড়ে ১০টায় শুরু হবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ (30 minutes late Republic Day parade)।

দিল্লি পুলিসের তরফ থেকে জানানো হয়, কুচকাওয়াজ প্রতি বছরের মতো ৯০ মিনিটেরই হবে, যেখানে প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটের কাছে জাতীয় স্মৃতিসৌধের সামনে বক্তৃতা রাখবেন। জাওয়ানদের মার্চ পাস্ট হবে। সেইসঙ্গে থাকবে সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরতে সুসজ্জিত ট্যাবলোর কুচকাওয়াজ।

সূত্রের খবর, ১০টা থেকে সাড়ে ১০টা ওই ৩০ মিনিট কোভিড নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রচার করা হবে। এ ছাড়া জম্মু-কাশ্মীরের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুটা সময় বরাদ্দ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #Republic Day 2022, #Republic Day parade, #Narendra Modi, #Republic Day

আরো দেখুন